ঢালিউড হোক, টলিউড কিংবা বলিউড, সব ইন্ডাস্ট্রিতেই অভিনেত্রী জয়া আহসান সমানভাবে সমাদৃত হয়েছেন পুরো বছরজুড়ে। এই বছরই মুক্তি পেয়েছে জয়ার প্রথম হিন্দি সিনেমা- ‘কড়ক সিং’। সিনেমাটিতে অভিনয়ের জন্য দর্শকদের প্রশংসাও কুড়িয়েছেন অভিনেত্রী। এবার এই সিনেমার জন্যই ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসের তালিকায় নাম লিখালেন তিনি!
ওটিটি প্ল্যাটফর্মে ২০২৩ সালে নজরকাড়া পারফর্ম করা নতুন শিল্পীদের তালিকা প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। আর পত্রিকাটির প্রিন্ট সংস্করণে ছাপা হওয়া তালিকার শুরুতেই আছেন বাংলাদেশের জয়া আহসান। পত্রিকায় অভিনেত্রীর ছবি দিয়ে ‘কড়ক সিং’ সিনেমায় তার অভিনয়ের প্রশংসা করা হয়েছে।
প্রতিবেদনটিতে জয়াকে নিয়ে লেখা, “অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় সিনেমাটিতে পঙ্কজ ত্রিপাঠির প্রেমিকার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন এই বাংলাদেশি অভিনেত্রী।”
এদিকে এই প্রতিবেদন নিয়ে জয়া জানান, “নয়না চরিত্রটিতে নতুনত্ব ছিল, তার চরিত্রটির মধ্যে অনেক স্তর আছে; আমাকে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে অভিনয় করতে হয়েছে। এরপরও যদি আমার অভিনয় ভালো হয়ে থাকে, তবে সেটা অনেক বড় ব্যাপার।” অভিনেত্রী আরও যোগ করেন, “অনেকে বলেছে পর্দায় আমার চরিত্রের দৈর্ঘ্য আরও একটু বড় হতে পারতো। কিন্তু আমার মনে হয়, এটা যথেষ্ট শক্তিশালী চরিত্র। নতুনত্ব আছে এমন কিছুরই অপেক্ষায় থাকি আমি।”
প্রসঙ্গত, ভারতের টলিউড ইন্ডাস্ট্রিতে জয়ার জনপ্রিয়তার ব্যপারটি প্রশ্নাতীত। ২০২৩ সালে টলিউডের দুইটি ছবি মুক্তি পেয়েছে অভিনেত্রীর। ‘অর্ধাঙ্গিনী’ ও ‘দশম অবতার’ শীর্ষক দুটি ছবিতেই জয়ার পারফরম্যান্স ছিল মনোমুগ্ধকর। যার ফলে দর্শকদের ভালোবাসা পেয়েছেন তিনি। অভিনয়ের জন্য প্রশংসা কুড়ানোর পাশাপাশি বক্স অফিসেও সমানভাবে সফলতা পায় সিনেমা দুটি।
এরপর টলিউডের গণ্ডি পেরিয়ে ‘কড়ক সিং’ সিনেমার মাধ্যমে জয়ার অভিষেক হয় বলিউড ইন্ডাস্ট্রিতে। আর এখানেও তিনি স্বীকৃতি পেলেন হিন্দুস্তান টাইমসের নবাগত নজরকাড়া পারফর্মারদের তালিকায় জায়গা পেয়ে।