হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রথম কোয়ালিফায়ার ম্যাচ শেষে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে।
ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্যানুযায়ী, ২১ মে আইপিএলের প্লেঅফ ম্যাচ দেখতে আহমেদাবাদে হাজির হন কিং খান। যেখানে অভিনেতার মেয়ে সুহানা খান ও ছেলে আব্রাম খানও তার সঙ্গেই ছিলেন। গ্যালারিতে বসে তারা পুরো ম্যাচ উপভোগ করেন। ম্যাচ শেষে তারা ভক্তদের অভিবাদন জানান। পাশাপাশি ক্রিকেটারদের সাথেও কথা বলেন।
পরদিন, অর্থাৎ ২২ মার্চ শাহরুখ প্রচন্ড গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হন। অভিনেতা অসুস্থ হয়ে পড়ায় আহমেদাবাদের কেডি হাসপাতালে এদিন বিকালে তাকে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।
ইন্ডিয়া টুডের তথ্যানুযায়ী, কেডি হাসপাতালের চিকিৎসকরা জানান, ডিহাইড্রেশনের কারণে ২১ মার্চ রাতেই অসুস্থ হয়ে পড়েন কিং খান। সেদিন ম্যাচ শেষ হলে কেকেআর টিমের সাথে রাতে শাহরুখ আইটিসি নারমাদা হোটেলে পৌঁছান। পরদিন সকালে অভিনেতার অবস্থার অবনতি ঘটে। ফলে তাকে হাসপাতালে নেয়া হয়।
আরও জানা গেছে, আহমেদাবাদের তাপমাত্রা ৪৫ ডিগ্রির উপরে থাকায় গরম সহ্য হয়নি শাহরুখ খানের।
উল্লেখ্য, ২১ মে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ছিল এবারের আইপিএলের কোয়ালিফায়ার ১। সেখানে কেকেআরের মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদ। বলা বাহুল্য জয়ী হয় শাহরুখের দল কেকেআর।