৮ ফেব্রুয়ারি হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। পরবর্তীতে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।
ফারিয়ার শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ জানা গেছে, বর্তমানে ভালো আছেন তিনি। এখন দেশেই আছেন অভিনেত্রী। আপাতত দেশের বাইরে যেয়ে চিকিৎসা নেয়ার কথা ভাবছেন না তিনি।
এর আগে ৮ ফেব্রুয়ারি অভিনেত্রীর অসুস্থতা নিয়ে তার মা ফেরদৌসি পারভীন জানান, কিছুদিন ধরে কাজের চাপের কারণে সময়মত খাওয়া-দাওয়া হচ্ছিল না নুসরাত ফারিয়ার। গ্যাস্ট্রিকের সমস্যাও ছিল ফারিয়ার। সব মিলিয়ে সেদিন সন্ধ্যার পর শারীরিক অবস্থা খারাপ হয়ে যায় তার। পরে বাসায় হঠাৎ করেই অচেতন হয়ে পড়লে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
পরবর্তীতে ৯ ফেব্রুয়ারি ফারিয়ার মা জানান, তার মেয়ে আগের থেকে ভালো আছে এখন। চিকিৎসার ব্যাপারে তিনি জানান, অভিনেত্রীর সিটি স্ক্যান করানোর জন্য বলা হয়েছে। শুক্রবার হওয়ায় তা করানো সম্ভব না হলেও দুদিন পরই সিটি স্ক্যান করাতে হবে।
উল্লেখ্য, কম সংখ্যক সিনেমায় অভিনয় করলেও ফারিয়া অভিনীত প্রায় সব সিনেমাই ব্যবসা সফল। তাকে সর্বশেষ দেখা গেছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায়, যেখানে তিনি অভিনয় করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে।