গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। তার শারীরিক অবস্থা ভালো না থাকায় শুরু থেকেই নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন তিনি। তার চিকিৎসায় গঠন করা হয় মেডিকেল বোর্ডও। দীর্ঘদিন চিকিৎসা শেষে গতকাল সোমবার রাতে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরেন এই গায়িকা।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক জানান, ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ফরিদা পারভীন। কিন্তু কিডনি বিকল রোগীদের যেকোনো সময় পুনরায় শারীরিক অবস্থার অবনতি হতে পারে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ফরিদা পারভিন দীর্ঘদিন কিডনির অসুখে ভুগছেন। সপ্তাহে তিনবার ডায়ালাইসিস নিতে হয় তার। সেই সঙ্গে রক্তে সংক্রমণ, নিউমোনিয়া, ডায়াবেটিসসহ একাধিক শারীরিক জটিলতা নিয়ে দীর্ঘদিন ভুগছিলেন। কিডনি রোগবিশেষজ্ঞ এবং ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনবিশেষজ্ঞ চিকিৎসকদের অধীন চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
এর আগে ফরিদা পারভীনের শারীরিক অবস্থা প্রসঙ্গে স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম জানিয়েছিলেন, সার্বিকভাবে তার অবস্থা খুব একটা ভালো নয়। গত কয়েক মাসে তিনবার আইসিইউতে ভর্তি রেখে চিকিৎসা করাতে হয়েছে।‘
অবশেষে কিছুটা সুস্থ হয়ে ফিরলেন এই বরেণ্য শিল্পী।