দীর্ঘ অসুস্থতা কাটিয়ে ২২ জুন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বর্ষীয়ান ভারতীয় অভিনেত্রী সন্ধ্যা রায়।
হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইন জানিয়েছেন, ‘জরুরি বিভাগে চিকিৎসাধীন থাকলেও ভেন্টিলেশনের প্রয়োজন হয়নি বর্ষীয়ান এই অভিনেত্রীর। নিয়ন্ত্রণে এসেছে বুক ধড়ফড়ানি বা শ্বাসকষ্টের সমস্যা। কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়ার প্রয়োজনও হয়নি। স্বাভাবিকভাবেই খাওয়াদাওয়া করছিলেন তিনি।’
১৬ জুন থেকে বুকের সমস্যা নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাদা-কালো-রঙ্গিন পর্দার এই অভিনেত্রী। সন্ধ্যা রায়ের চিকিৎসার জন্য তিন চিকিৎসকের একটি বোর্ড গঠন করা হয়েছিল তাৎক্ষণিক।
প্রসঙ্গত, মাত্র ১৬ বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন আশির দশকের প্রথম সারির অভিনেত্রী সন্ধ্যা রায়। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে, ‘অশনি সংকেত’, ‘ঠগিনি’, ‘পলাতক’, ‘মায়া মৃগয়া, ‘বাবা তারকভোলা’, দাদার কীর্তি’, ‘ছোট বউ’, ‘ফুলেশ্বরী’ ইত্যাদি।