হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ভারতের অভিনেতা ও সঞ্চালক অর্জুন বিজলানিকে। শুটিং সেটেই নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। কি হয়েছিল তার?
জানা গেছে, বেশ কয়েক দিন ধরেই পেটের ব্যাথায় কষ্ট পাচ্ছিলেন অর্জুন। ৮ মার্চ ব্যথা সহ্যের সীমা ছাড়িয়ে যায়। তখন শুটিং করছিলেন তিনি। পেট ব্যথা সহ্য করতে না পেরে তাড়াতাড়ি হাসপাতালে যান অর্জুন। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, অ্যাপেনডিসাইটিস হয়েছে অভিনেতার। তাই মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে।
১০ মার্চ অর্জুনের অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।
এদিকে হাসপাতালের বিছানা থেকেই সোশ্যাল মিডিয়ায় লাইফ আপডেট দিয়ে যাচ্ছেন অভিনেতা। আগে থেকেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ছিলেন। অসুস্থতার মাঝে হাসপাতালে ভর্তি থেকেও তিনি চিরচেনা বৈশিষ্ট্য বজায় রেখেছেন।
হাসপাতালের বিছানায় শুয়ে হাতে স্যালাইনের চ্যানেল করা একটি ছবি স্টোরিতে পোস্ট করেন অর্জুন। যেখানে হিন্দি ভাষায় লেখা ছিল, ‘যা হয়, ভালোর জন্যই হয়।‘
১০ মার্চ সকালেও তিনি অন্তর্জালে একটি ভিডিও স্টোরি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে টেলিভিশন দেখছেন অভিনেতা। টেলিভিশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তব্য রাখছেন। সেই স্টোরির ক্যাপশনে অর্জুন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখেন, ‘আপনাকে দেখে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো। আপনি একজন অনুপ্রেরণা, নরেন্দ্র মোদি স্যার।‘
আনন্দবাজার পত্রিকার বরাতে আরও জানা গেছে, অর্জুন নাকি বার বার জানিয়েছেন তার ভক্ত ও অনুরাগীরা যেন তাকে নিয়ে চিন্তিত না হন। কারণ তিনি একেবারে ঠিক আছেন, ব্যথাও নাকি আগের চেয়ে অনেকটাই কমে গেছে। অস্ত্রোপচার হলেই যন্ত্রণা থেকে পুরোপুরি মুক্তি মিলবে বলে আশা রাখেন অর্জুন।