অসুস্থ হওয়ায় চারদিন ধরে হাসপাতালে ভর্তি অভিনেতা জাহিদ হাসান। হঠাৎ এমন খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন জাহিদের ভক্ত ও অনুরাগীরা। কিন্তু কি হয়েছে অভিনেতার? এখন কেমন-ই বা আছেন তিনি?
জানা গেছে, শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি হতে হয় জাহিদ হাসানকে। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী ও অভিনেত্রী সাদিয়া জাহান মৌ। জাহিদের বর্তমান শারীরিক অবস্থা নিয়েও আপডেট দেন তিনি।
মৌ জানান, “আপনাদের প্রিয় অভিনেতা জাহিদ হাসান এখন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। যারা নানাভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে জাহিদ হাসানের জন্য দোয়া চাই।”
১০ জানুয়ারি নাটকের শুটিংয়ে নেপাল গিয়েছিলেন জাহিদ। নেপালে গিয়েই ঠান্ডার কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। শুটিং শেষে ১৭ তারিখ বাংলাদেশে ফিরেন তিনি। এরপর সাধারণ চেকআপের জন্য হাসপাতালে যান অভিনেতা। তখন তার শারীরিক পরিস্থিতি দেখে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন তার চিকিৎসক।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষও জানান, শ্বাসকষ্টের সমস্যা প্রকট হওয়ায় জাহিদ এসেছিলেন হাসপাতালে। ঠাণ্ডাজনিত সমস্যা, ডায়াবেটিস ও প্রেসারের কারণে অসুস্থ ছিলেন তিনি। চিকিৎসা নেওয়ার পর এখন তার শারীরিক অবস্থা অনেকটাই ভালো।
তবে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন কিনা- তা এখনও জানা যায়নি।