সোশ্যাল মিডিয়া এমন একটি মাধ্যম, যা এ যুগের মানুষের জন্য একটি বড় হাতিয়ারের মতো। ইতিবাচকভাবে তো বটেই, নেতিবাচকভাবেও অহরহই চলছে এই মাধ্যমের ব্যবহার। মুহূর্তেই যেকোনো ছোট ঘটনাকেও নেটিজেনরা চাইলে ভাইরাল করতে পারে অনেক বড় করে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ইতিবাচক ও নেতিবাচক বিষয় নিয়েই কথা বলেছেন চিত্রনায়িকা বর্ষা।
নিজের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে পোস্ট করা একটি স্ট্যাটাসে বর্ষা লেখেন, ‘সোশ্যাল মিডিয়া এখন সবার জন্য উম্মুক্ত। কে কিভাবে ব্যবহার করবেন এটা যার যার ব্যক্তিগত বেপার। কিন্তু এই মাধ্যমকে নেতিবাচক না ইতিবাচক ভাবে ব্যবহার করা হবে সেটা একটু ভেবে দেখা দরকার।‘ চিত্রনায়িকা আরও যোগ করেন, ‘এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে অনেক ভাল কাজ করছেন, এর মাধ্যমেই ভাল কাজগুলি জানতে পারি, আবার নেতিবাচক খবর ও খুব হচ্ছে। ছোট ও তুচ্ছ বিষয় গুলো খুব বড় ভাবে প্রচার করা হয় যা কাম্য নয়।‘
সবশেষে বর্ষা লেখেন, ‘এসব নেতিবাচক ছোট ও তুচ্ছ বিষয় গুলোকে গুরুত্ব না দিয়ে নিজেকে নিয়ে ভাবি, চিন্তা করি। সব চেয়ে জরুরি হালাল -হারাম ( ন্যায়-অন্যায়) নিয়ে একটু ভাবি, এটা সব জায়গায় খুব, খুব দরকার।‘
উল্লেখ্য যে, ঢাকাই সিনেমার সফল তারকা দম্পতি চিত্রনায়ক অনন্ত জলিল ও বর্ষা। চলচ্চিত্রে অভিনয় করলেও এই দুই তারকা কখনও অন্য অভিনয়শিল্পীদের সাথে আলাদা জুটি বেঁধে অভিনয় করেননি। নানান কারণেই এক শ্রেণীর দর্শকদের কাছে অনন্ত-বর্ষা মানেই আইডিয়াল কাপল।
যদিও নিজেদের কথা কিংবা কাজ নিয়ে ব্যাপক দর্শকদের ট্রলের শিকারও হতে হয় এই জুটিকে। একদিকে সোশ্যাল মিডিয়ায় অনন্ত-বর্ষার বন্ডিং নিয়ে যেমন সুনাম করা হয়, অপরদিকে আবার ট্রল কিংবা ব্যঙ্গ করা বর্তমানে খুব স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। সব মিলিয়ে সমালোচনাগুলো যেমন ইতিবাচক, তেমনি নেতিবাচকও।