হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়ে ২০২৩ সালের ডিসেম্বরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড অভিনেতা শ্রেয়স তালপাড়ে। বর্তমানে কিছুটা সুস্থ হয়ে জানালেন তার অসুস্থতার কারণ।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে, সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রেয়স জানিয়েছেন, ‘ক্লিনিক্যালি আমি মরে গিয়েছিলাম। আমার হার্ট অ্যাটাকটা মারাত্মক ছিল। এটা যেন জীবন আমাকে দ্বিতীয় সুযোগ দিল। অনেকেই মনে করেন কোভিড ভ্যাকসিন নেওয়ার পর মানুষ যে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন। নিজেই অবস্থা থেকে আমার এমনটা মনে হয়।’
করোনা ভাইরাসের ভ্যাকসিনের জন্য তার হার্ট অ্যাটাক হয়েছে সেই বিষয়ে যুক্তি দিয়ে অভিনেতা জানিয়েছেন, ‘আমি কখনো ধূমপান করি না। এমনকি নিয়মিত মদ্যপান করা থেকে বিরত থাকি, আমি সম্ভবত মাসে একবার পান করি। তামাক কখনোই খাই না। মনকি আমার কোনও ডায়াবেটিস নেই, ব্লাড প্রেশারও নেই। তবে কোভিড-১৯ টিকা নেওয়ার পরে আমি বেশ ক্লান্তি অনুভব করছিলাম। হতেই পারে এটা কোভিড ভ্যাকসিন নেওয়ার কারণেই হয়েছে। আমার কাছে পর্যাপ্ত প্রমাণ নেই, তাই কোনও বিবৃতি দেওয়া অর্থহীন।’
অভিনেতা শ্রেয়স ‘গোলমাল’ ফ্রাঞ্চাইজির সিনেমা গুলো থেকে বিশেষ খ্যাতি লাভ করেছেন। এছাড়া খুব শিগগিরই কঙ্গনা রনৌতের সাথে ‘ইমার্জেন্সি’ সিনেমাতে দেখা যাবে তাকে।