আসন্ন ঈদুল আজহায় মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম সিনেমা ‘টগর’। সেই ধারাবাহিকতায় প্রকাশিত হয়েছে ‘টগর’ সিনেমার প্রথম গান ‘হানড্রেড পার্সেন্ট দেশি’।
গানটির কথা লিখেছেন রণক ইকরাম এবং কন্ঠ দিয়েছেন কামরুজ্জামান রাব্বি ও কর্ণিয়া। গানটি দেশীয় উৎসবের রং ও উপস্থাপনে প্রানবন্ত রূপ ধারণ করেছে। গানটির সুর ও গায়কীর সঙ্গে দারুণ মিল রেখে তৈরি করা হয়েছে চিত্রায়ণ। গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান।
গানটিতে প্রাণবন্ত ও ছন্দময় নৃত্যে দর্শকের মন জয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী। তাদের সঙ্গে পারফরম করেছেন ৭০ জনেরও বেশি পেশাদার নৃত্যশিল্পী, যারা স্ক্রিনজুড়ে এনেছেন বর্ণিল দৃশ্য ও প্রাণচাঞ্চল্য।
গানটি নিয়ে পূজা চেরী বলেন, ‘হানড্রেড পার্সেন্ট দেশি’ গানটি আমার ক্যারিয়ারের অন্যতম রঙিন কাজ। গানটি করতে গিয়ে অনেক মজা করেছি, এবং দর্শকরাও তা অনুভব করবেন—এই বিশ্বাস আমার আছে।’
এআর মুভি নেটওয়ার্ক-এর প্রযোজনা ও পরিবেশনায় সিনেমাটি পরিচালনা করেছেন আলোক হাসান। এতে জুটি হয়ে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী।