Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫

‘হানড্রেড পার্সেন্ট দেশি’ নাচে-গানে ঝড় তুললেন পূজা চেরি

আসন্ন ঈদুল আজহায় মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম সিনেমা ‘টগর’। সেই ধারাবাহিকতায় প্রকাশিত হয়েছে ‘টগর’ সিনেমার প্রথম গান ‘হানড্রেড পার্সেন্ট দেশি’।

গানটির কথা লিখেছেন রণক ইকরাম এবং কন্ঠ দিয়েছেন কামরুজ্জামান রাব্বি ও কর্ণিয়া। গানটি দেশীয় উৎসবের রং ও উপস্থাপনে প্রানবন্ত রূপ ধারণ করেছে। গানটির সুর ও গায়কীর সঙ্গে দারুণ মিল রেখে তৈরি করা হয়েছে চিত্রায়ণ। গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান।

গানটিতে প্রাণবন্ত ও ছন্দময় নৃত্যে দর্শকের মন জয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী। তাদের সঙ্গে পারফরম করেছেন ৭০ জনেরও বেশি পেশাদার নৃত্যশিল্পী, যারা স্ক্রিনজুড়ে এনেছেন বর্ণিল দৃশ্য ও প্রাণচাঞ্চল্য।

গানটি নিয়ে পূজা চেরী বলেন, ‘হানড্রেড পার্সেন্ট দেশি’ গানটি আমার ক্যারিয়ারের অন্যতম রঙিন কাজ। গানটি করতে গিয়ে অনেক মজা করেছি, এবং দর্শকরাও তা অনুভব করবেন—এই বিশ্বাস আমার আছে।’

এআর মুভি নেটওয়ার্ক-এর প্রযোজনা ও পরিবেশনায় সিনেমাটি পরিচালনা করেছেন আলোক হাসান। এতে জুটি হয়ে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রাশিয়ায় পুরস্কার জিতল দেশীয় সিনেমা ‘মাস্তুল’

রাশিয়ার ভলগা নদীর তীরে অবস্থিত শহর চেবোক্সারিতে আয়োজিত হয়েছে ‘অষ্টাদশ চেবোক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’।…

হলিউডে নিবন্ধিত অভিনেতা হলেন বাংলাদেশের মিলন

দীর্ঘদিন ধরেই দেশের অভিনয় ক্যারিয়ার ছেড়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। সেখানের অভিনয়…
Exit mobile version