সম্প্রতি হয়ে গেল বাংলাদেশ ইন্সটিটিউট অব ফাইন আর্টস (BIFA) অ্যাওয়ার্ড। ২ মার্চ বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হলো নতুন ধরা প্রেজেন্টস তৃতীয় বাইফা অ্যাওয়ার্ড।
এতে হালের সেনসেশন তমা মির্জা পারফর্ম করেন। আবার পুরস্কার জিতে নিয়েছেন। সুরঙ্গ সিনেমায় ‘ময়না’ চরিত্রে অভিনয় করে জিতে নেন সেরা অভিনেত্রীর পুরস্কার। সেই সময়ে মঞ্চে ছিলেন রায়হান রাফি নিজেই। আয়োজনের সঞ্চালক বিষয়টি নিয়ে খুনসুটি করতে ছাড়েননি একদম।
কারণ অনেকেই তমা ও রাফির মধ্যকার বোঝাপড়া সম্বন্ধে ইতিমধ্যে আভাস পেয়েছেন বটেই।
২ মার্চ আয়োজনের মাঝেই সেই গল্পকে নতুন মাত্রা দিলেন রাফি। মঞ্চ থেকে নেমেই হাত ধরে তমাকে নিয়ে যান মঞ্চের পেছনে অবস্থিত সাজসজ্জার রুমে। সকলের চোখে পড়ে হাত ধরার মাধ্যমে দুজনের আস্থা ও ভরসার গল্প।
৩ মার্চ রাফির জন্মদিনে এ নিয়েও অনেকে শুভেচ্ছা জানান।