‘প্রচলিত’ শীর্ষক চরকি অরিজিনাল সিরিজের পঞ্চম ও শেষ গল্পটি মুক্তি পাচ্ছে ১৬ নভেম্বর।
আর্কিটেকচারের ছাত্র রাহাত। একদিন সে ফেসবুকে একটি পোস্ট আবিষ্কার করে। সেই পোস্টটি ছিল তার মৃত কুকুর মার্কের মতো দেখতে একটি কুকুরকে দত্তক নেওয়ার। সেই সূত্রে রাহাতের সঙ্গে ফয়সালের পরিচয় হয়, যার পোষা কুকুরটির নাম রেবেল। ফয়সালের অনুরোধে রাহাত রেবেলকে নিয়ে আসে একটি হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হতে।
গল্পটির প্রধান চরিত্রে দেখা যাবে ইয়াশ রোহানকে।
কাজের অভিজ্ঞতা নিয়ে ইয়াশ বলেন, “আমার জন্য কাজটা খুবই ইন্টারেস্টিং ছিল। কারণ, আমার কো-আর্টিস্ট ছিল একটা কুকুর। শুটিং ইউনিটে ওকে পেয়ে আমি খুব খুশি হয়ে যাই। কুকুর-বিড়াল আমার খুব পছন্দের। শুটিংয়ের আগের দিন সেটে গিয়ে কুকুরটার সঙ্গে সময় কাটিয়েছি। তার সঙ্গে এক ধরনের বন্ধুত্ব হয়ে যায়। এরপর কাজটি শেষ করি স্বাভাবিকভাবে। এটা খুবই নতুন ধরনের অভিজ্ঞতা আমার জন্য ।গল্পটা খুবই প্রচলিত। যেটা ছোটবেলায় মায়ের কাছে গল্প হিসেবে শুনেছি। তাই এই কাজটা অন্যরকম আবেগের ছিল। এটা দর্শক খুব ভালোভাবে রিলেট করতে পারবে। কারণ, এসব গল্প বেশ প্রচলিত আর পশুপ্রেমীদের জন্য খুব বেশি প্রাসঙ্গিক।”
সিরিজটি নিয়ে নির্মাতা আবিদ মল্লিক বলেন, “কাজের প্রয়োজনে দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়। ‘প্রচলিত’-র গল্পগুলোর ভাবনা এই ভাবে হাঁটতে, চলতে, কখনো মানুষের মুখে, কখনো পড়ে, কিছু শৈশব থেকে ভাবনায় গেঁথে গেছে। সেই ভাবনাগুলো সমসাময়িকায়তার চাদরে জড়িয়ে চেষ্টা করেছি এই সময়কে প্রতিফলিত করার।”
উল্লেখ্য,সমাজে প্রচলিত বা প্রবাদ বাক্য অর্থাৎ যেসব কথা লোকমুখে প্রচারিত,সেগুলো নিয়ে মূলত চরকির সিরিজ ‘প্রচলিত’র কাহিনি। । পাঁচ পর্বের সিরিজেটির ইতিমধ্যে মুক্তি পেয়েছে ২৫ মিনিটের ‘রিংটোন’,২৩ মিনিটের ‘বিলাই’, ২৬ মিনিটের ‘বেওয়ারিশ’, ২৯ মিনিটের ‘কলিংবেল’ আর এবার মুক্তি পাচ্ছে ১৮ মিনিটের ‘হাতবদল’।