হাজার কোটি ছাড়ালো রাজামৌলি-প্রিয়াঙ্কার নতুন ছবির বাজেট
ভারতীয় সিনেমায় ব্লকবাস্টার নির্মাতা হিসেবে এস এস রাজামৌলির নাম এখন বিশ্বজুড়ে পরিচিত। ‘বাহুবলী’ এবং ‘আরআরআর’-এর মতো সফল ছবি উপহার দেওয়ার পর এবার তিনি শুরু করেছেন তাঁর বহুল আলোচিত নতুন প্রজেক্ট ‘এসএসএমবি ২৯’। হাজার কোটি ছাড়ালো রাজামৌলি-প্রিয়াঙ্কার নতুন ছবির বাজেট । মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া ও পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত ‘এসএসএমবি ২৯’ ইতিমধ্যেই আলোচনায়। আফ্রিকায় শুটিং সম্পন্ন হওয়া এই সিনেমা মুক্তি পাবে একযোগে ১২০ দেশে এবং এটি হতে যাচ্ছে এশিয়ার ইতিহাসের ব্যয়বহুল ছবি। শুরুর পর থেকেই ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ ও কৌতূহল তুঙ্গে।
কাস্টিং: মহেশ বাবু থেকে প্রিয়াঙ্কা চোপড়া
এই ছবির সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে এর তারকাবহুল কাস্ট। মুখ্য চরিত্রে থাকছেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু। বলিউডের গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া এবং মালয়ালম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারনকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়। প্রথমবার মহেশ ও প্রিয়াঙ্কার একসঙ্গে পর্দায় আসা ভক্তদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে তুলেছে।
শুটিং লোকেশন: আফ্রিকার বুকে ভারতীয় মহাকাব্য
ছবির মহরৎ ইতিমধ্যেই শেষ হয়েছে এবং বড় একটি অংশের শুটিং সম্পন্ন হয়েছে আফ্রিকার মনোরম লোকেশনে। কেনিয়ার বিখ্যাত মাসাই মারা, লেক নাইভাশা, সাম্বুরু, মাউন্ট কিলিমাঞ্জারো ও আম্বোতেলি— এসব জায়গায় ক্যামেরাবন্দি হয়েছে গুরুত্বপূর্ণ দৃশ্য।
শুটিং চলাকালেই রাজামৌলি সাক্ষাৎ করেন কেনিয়ার প্রধানমন্ত্রী’র ক্যাবিনেট সচিব ও পররাষ্ট্রমন্ত্রী মুসালিয়া মুদাবাদী-এর সঙ্গে। পরবর্তীতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্ত ভাগ করে নেন এবং জানান, ছবিটি একযোগে মুক্তি পাবে প্রায় ১২০টি দেশে।
বাজেট: এশিয়ার অন্যতম ব্যয়বহুল সিনেমা
কেনিয়ার গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে, এই ছবির বাজেট প্রায় ১৩৫ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় ১১৮৮ কোটি টাকা। এর ফলে এটি হতে যাচ্ছে এশিয়ার চলচ্চিত্র ইতিহাসে অন্যতম ব্যয়বহুল প্রযোজনা।
মুক্তি পরিকল্পনা: দুই ভাগে আসতে পারে
শিল্পমহলে শোনা যাচ্ছে, ছবিটি দুই ভাগে মুক্তির পরিকল্পনা রয়েছে। যদিও প্রযোজক বা নির্মাতারা এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে ভক্তরা ইতিমধ্যেই দিন গুনছেন— কবে মহেশ বাবু ও প্রিয়াঙ্কা চোপড়াকে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখতে পাবেন।
কেন এই খবর গুরুত্বপূর্ণ ?
- বাজেটের দিক থেকে এটি এশিয়ার অন্যতম বড় প্রযোজনা হতে যাচ্ছে।
- রাজামৌলির ছবিগুলো আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।
- মহেশ বাবু ও প্রিয়াঙ্কার মতো তারকাদের প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে।