বাংলা টিভি নাটকের অন্যতম জনপ্রিয় মুখ সামিরা মাহি। ‘গার্লস স্কোয়ার্ড’, ‘হাঙর’ এর মতো নাটকে অভিনয় করে বেশ সাড়া ফেলেছেন টিভি পর্দায়। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন এই ছোট পর্দার অভিনেত্রী। জানিয়েছেন তার ভালো লাগা, ইচ্ছে, দুর্বলতা, সবলতা ও সিনেমা নিয়ে তার স্বপ্নের কথা।
সামিরা মাহির কাছে তার ক্যারিয়ার পরিকল্পনা জানতে চাওয়া হলে তিনি এক সাক্ষাৎকারে বলেন, ’ক্যারিয়ারে ভালো কাজ যুক্ত করতে চাই। নাটক তো বরাবরই করছি; কিন্তু এ বছর আমি চাই, একটা-দুটো ভালো ওটিটি করি। সিনেমাটা তো স্বপ্ন; ওটা হলে হবে, না হলে নেই। এ ছাড়া বেছে নাটক করার চেষ্টা করছি। এটার একটা কারণ আছে। অনেক কিছুতে আমার অনেক দুর্বলতা আছে। কয়েকটা ক্লাস করা উচিত। ভোকাল প্র্যাকটিস করা উচিত। ভালো করে নাচটাও শেখা উচিত। শুটিংয়ের পাশাপাশি এই শিক্ষাগুলো নিতে চাই’।
এছাড়াও মাহি জানিয়েছেন সিনেমা তার স্বপ্নের জায়গা যেখানে তিনি যুক্ত হতে চান এমনকি চান সিনেমায় সাফল্য। তবে কোন ধারার সিনেমা করতে সামিরা মাহি বেশি আগ্রহী জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘হাওয়া’ দেখার পর সিনেমায় অভিনয়ের ইচ্ছা জেগেছে। আমি যদি কখনো সিনেমায় অভিনয় করি, তাহলে প্রথম সিনেমাটাই যেন এ রকম ধরনের গল্প হয়। অনেক সুন্দর আর গ্ল্যামার লাগতে হবে, এটা আমি চাই না। ক্যারেক্টারটা প্লে করে আসতে চাই। যেটা আমরা ‘হাওয়া’য় দেখেছি। ওখানে কিন্তু তুষিকে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, এমন না; কিন্তু চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ ছিল’।
সিনেমায় কাজ করতে হলে অভিনয়ে বেশ পারঙ্গম হতে হয় কিংবা দুর্বলতাগুলো খুঁজে বের করে তা সমাধানে নেমে যেতে হয় বলে অনেক বিজ্ঞ অভিনেতাই মতামত প্রকাশ করেছেন নানাসময়। ফলে সামিরা মাহির এমন কেউ কি আছেন, যিনি তার (মাহির) অভিনয়ে দুর্বলতা যদি থেকে থাকে তা ধরিয়ে দেবেন বা পরামর্শ দেবেন, এমন প্রশ্নে সামিরা বলেন, ‘’আমারটা ওভাবে কেউ ধরিয়ে দেয় না। নিজের কাজ যখন নিজে দেখতে পাই, তখন মনে হয়, আচ্ছা ওখানে একটু এ রকম হলে বেটার হতো। অথবা সিনিয়রদের যেকোনো কাজ দেখি, তখন মনে হয়, তারা যেহেতু এত ভালো অভিজ্ঞতা অর্জন করে নিজেদের অভিনয় দক্ষতার উন্নতি করেছেন, সেগুলো তো আমারও করা উচিত। যেহেতু আমি কখনো কোনো (অভিনয়ের) ক্লাস করে আসিনি। নাটকের মাধ্যমে জনপ্রিয়তা পেয়ে যাত্রা শুরু করেছি। সেখান থেকে মনে হয়, একটু এডুকেশন থাকলে আরও বেটার হয়। তাহলে হয়তো বিবেচনা করতে পারব, কোনটা ভালো বা খারাপ কাজ!’
তবে নিজেকে বেশ অভাগাই মনে করেন সামিরা মাহি। এর কারণ জানতে চাইলে তিনি জানান অভিনেত্রীদের সাথে দেখাই হয় না তার। আগে বড় বড় সব ধারাবাহিক হতো। সব সিনিয়র তারকা শিল্পী একসঙ্গে কাজ করতেন। এখন হয়তো বছরে একবার কোনো অ্যাওয়ার্ড শোতে দেখা হয়, যেখানে সেভাবে কথা বলার সুযোগ হয় না। ফলে নানামুখী অভিজ্ঞতা থেকে বঞ্চিত হচ্ছেন বলে আক্ষেপ প্রকাশ করেছেন ছোটপর্দার এই অভিনেত্রী।
তবে, বর্তমানে খায়রুল বাসার, নিলয়, মুশফিক ফারহান, ইয়াশ রোহান, ইরফান সাজ্জাদ, আরশ খানের সাথে ভালোই কাজ হচ্ছে বলেও জানান তিনি।