মুক্তির দুই মাসের মাঝেই ওটিটিতে এলো ‘প্রিয়তমা’। ২২ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে ঘরে বসেই দর্শকরা উপভোগ করতে পারছেন ঢালিউডের সর্বকালের অন্যতম ব্যবসাসফল সিনেমাটি।
ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল শাকিব খান ও ইধিকা পাল অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। হিসাব করলে দেখা যায়, দুই মাসও পুরো হয়নি হিমেল আশরাফ পরিচালিত এই ছবিটির। মুক্তির এত তাড়াতাড়ি ওটিটিতে দেশী সিনেমা স্ট্রিমিংয়ের এমন নজির খুবই কম। তাও আবার যেখানে হলগুলোতে অষ্টম সপ্তাহেও দাপটের সাথেই দর্শক মাতিয়ে যাচ্ছে ছবিটি।
কেন এতো দ্রুত ওটিটি রিলিজ হলো ব্যবসাসফল এই সিনেমার? প্রশ্ন করা হলে উত্তরে নির্মাতা হিমেল জানান, “সিনেমা হলে তুমুল চাহিদা থাকার পরেও দ্রুত ওটিটিতে দেয়ার পেছনের অন্যতম কারণ আমরা চাই বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক মানুষ ‘প্রিয়তমা’ দেখুক। দেশের অনেক জেলা উপজেলায় সিনেমা হল নেই কিন্তু সেখানের মানুষের মাঝে আছে ‘প্রিয়তমা’ দেখার তুমুল আগ্রহ। তাদের কথা বিবেচনা করেই ‘প্রিয়তমা’ টিম এই সিদ্ধান্ত নেন।”
অর্থাৎ, দর্শকদের আগ্রহ ও চাহিদার কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ছবিটির টিম।
উল্লেখ্য যে, ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম বায়স্কোপে প্রকাশ করা হয়েছে সিনেমাটি। এর মাধ্যমে মাত্র ১৮ টাকার বিনিময়ে শাকিব ও তার ‘প্রিয়তমা’ পৌঁছে যাবেন শুধুমাত্র বাংলাদেশের দর্শকদের ঘরে ঘরে।