২০২৪ সালে হলিউডের জনপ্রিয় ‘অ্যাস্ট্রা অ্যাওয়ার্ড’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে বলিউডের শাহরুখ খান অভিনীত প্যান ইন্ডিয়ান সিনেমা ‘জাওয়ান’। এই আয়োজনের সেরা আন্তর্জাতিক ফিচার বিভাগে স্থান পেয়েছে অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমাটি।
সম্প্রতি হলিউড ক্রিয়েটিভ অ্যালায়েন্স কর্তৃক প্রকাশিত হয়েছে ‘অ্যাস্ট্রা অ্যাওয়ার্ড’ পুরস্কারের জন্য মনোনয়নের তালিকা। এই তালিকায় জায়গা করে নিয়েছে ‘বার্বি’, ‘ওপেনহাইমার’, ‘স্পাইডার ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’ প্রভৃতির মত সিনেমাগুলো। পাশাপাশি আন্তর্জাতিক ফিচার বিভাগে জায়গা করেছে ‘জাওয়ান’।
শাহরুখের সিনেমার পাশাপাশি একই বিভাগে তালিকায় আরও আছে ফ্রান্সের সিনেমা ‘অ্যানাটমি অব আ ফল’, দক্ষিণ কোরিয়ার ‘কংক্রিট ইউটোপিয়া’, ফিনল্যান্ডের ‘ফলেন লিভস’, জাপানের ‘পারফেক্ট ডেজ’, স্পেনের ‘সোসাইটি অব দ্য স্নো’, ফ্রান্সের ‘দ্য টেস্ট অব থিংস’ ইত্যাদি। ফলে দারুণ এক টক্কর দেখতে পাবে বলে আশাবাদী অনেকেই।
জানা গেছে, ২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে ‘অ্যাস্ট্রা অ্যাওয়ার্ড’-এর পুরস্কার দেওয়া হবে।
উল্লেখ্য যে, হলিউড ক্রিয়েটিভ অ্যালায়েন্স প্রতিষ্ঠিত হয় ২০১৬ সালে। পরবর্তীতে ২০১৯ সালে এর নাম বদলে গিয়ে হয় হলিউড ক্রিটিক্স অ্যাসোসিয়েশন। তারপর ২০২৩ সালে আবারও রিব্র্যান্ডিং করা হয়। ফলে আয়োজনটিকে ঘোষণা করা হয় ‘অ্যাস্ট্রা অ্যাওয়ার্ড’ নামে।