অভিনয়ের বাইরেও সমসাময়িক বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে সর্বদাই সোচ্চার থাকেন টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কোনো কিছুর তোয়াক্কা না করে আওয়াজ উঠিয়ে থাকেন তিনি। এরই ধারাবাহিকতায় প্রতিবাদ স্বরূপ পূজা কিংবা কোনো উৎসবে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন এ অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্যানুযায়ী, মূলত কলকাতায় আরজি কর হ’ত্যাকাণ্ডের প্রতিবাদ হিসেবে পূজা ও উৎসবে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলেখা। যেমন কথা তেমন কাজ, সত্যি সত্যিই এবারের পূজায় এখনো অংশ নেননি অভিনেত্রী। এমনকি শ্রীলেখা যে আবাসনে থাকেন, সেখানেও পূজার আয়োজন নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন তিনি।
পঞ্চমীর দিন, অর্থাৎ মঙ্গলবার (৮ অক্টোবর) নিজের আবাসনের পূজা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শ্রীলেখা। যা নিয়ে নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী।
ভিডিওটিতে শ্রীলেখাকে বলতে শোনা যায়, ‘আমাদের এখানে পূজা হচ্ছে এবার, আরও বড় করে হচ্ছে। আমি যে বাড়িতে থাকি, হ্যাঁ, ঠিক ধরেছেন, যেখানে কুকুর নিয়ে আমার সঙ্গে অসভ্যতামো করেছিল যে লোকজনেরা, এবার সেখানে আরও বড় করে পূজা হচ্ছে। বাড়ির মা-বোনেরা রেপড হচ্ছেন, খুন হচ্ছে, আর এখানে দুর্গাপূজা হচ্ছে দেখুন। এই লোকজনের সঙ্গে আমি থাকি। হয় আমার মাথা খারাপ, নয় এদের। এদের আনন্দের আতিশয্য দেখে লজ্জা লাগে আমার। যে কেন আমি এখানে ফ্ল্যাটটা কিনতে গেলাম।’
পোস্টের ক্যাপশনে শ্রীলেখা লিখেছেন, ‘আচ্ছা আমি কি ভিনগ্রহের প্রাণী? কেন বাকিদের মতো হবো না? হলেতো আমারও খানিক সুবিধে হত, কেন নিজের সুবিধাটুকু বুঝলাম না? সমস্যা আমার নাকি বাকি সমাজের? মানিয়ে নিতেই পারলাম না কোনও কিছুর সঙ্গে।’
প্রসঙ্গত, কলকাতায় আরজি কর হাসপাতালে ট্রেইনি চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই জোরদার প্রতিবাদ করতে দেখা গেছে শ্রীলেখাকে। কিন্তু প্রতিবাদ করেও হয়নি অপরাধীর বিচার। তবুও থেমে থাকেননি তিনি। নিজের অবস্থান থেকে করে যাচ্ছেন প্রতিবাদ।