৪ জানুয়ারি ‘গেম চেঞ্জার’ সিনেমার প্রচারে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা কিয়ারা আদভানি। যদিও পরে জানা যায়, হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়েছিলেন কিন্তু ভর্তি হননি তিনি।
‘গেম চেঞ্জার’ টিমের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শনিবার, ৪ জানুয়ারি রাম চরণ-কিয়ারা অভিনীত বহুল প্রতীক্ষিত ‘গেম চেঞ্জার’ সিনেমার প্রচারণা অনুষ্ঠানে যাওয়ার আগে অতিরিক্ত স্ট্রেসের জন্য অসুস্থ হয়ে পড়েন কিয়ারা। অভিনেত্রীকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে বিশ্রামের পরামর্শ দিয়ে ছেড়ে দিয়েছেন, হাসপাতালে ভর্তি হবার প্রয়োজন পড়েনি। কারণ, একনাগাড়ে কাজ করে চলেছেন কিয়ারা। তাই একটু বিশ্রাম প্রয়োজন।
গণমাধ্যমটি আরও জানিয়েছে, কিয়ারা হাসপাতালে যাওয়ার কারণে বাতিল করা হয়েছে তার নতুন সিনেমা ‘গেম চেঞ্জার’ প্রচার। কিয়ারার মুখপাত্র তরফ থেকে জানানো হয়েছে, কাজের চাপ বাড়ায় হঠাৎ দুর্বল অনুভব করেন কিয়ারা। এ কারণে চিকিৎসকেরা কিয়ারাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এখন তিনি বাড়িতেই বিশ্রাম নিচ্ছে।
প্রসঙ্গত, ক্রিসমাসে স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ছবি পোস্ট করেছিলেন কিয়ারা। ওই ছবি দেখে খবর রটে কিয়ারা অন্তঃসত্ত্বা। ওই ছবিতে আনুশকা শর্মার মতো পলকা ডটের পোশাক পরায় ট্রোলও হয়েছিলেন তিনি। তবে সেই গুঞ্জনে এখনও মুখ খোলেননি সিদ্ধার্থ-কিয়ারা।