Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুন ২৮, ২০২৪
Your Image

স্বপ্নধরা বিএফডিএ অ্যাওয়ার্ড: বিজয়ী হলেন যারা

১১ মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল চলচ্চিত্র পরিচালক সমিতি আয়োজিত ‘স্বপ্নধারা-বিএফডিএ ২০২২-২৩’ অ্যাওয়ার্ড। যেনে নেওয়া যাক সেরার খেতাব জিতলেন কারা।

গোটা অ্যাওয়ার্ড শো-য়ে ছিল আরশাদ আদনানের ‘প্রিয়তমা’র জয়জয়কার। সেরা চলচ্চিত্র থেকে সেরা পরিচালক, খল-অভিনেতা থেকে সেরা অভিনেতার খেতাবও জিতেছেন টিম ‘প্রিয়তমা’ ।

২০২৩ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ঢলিউড সুপাস্টার শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন ‘প্রিয়তমা’র নির্মাতা হিমেল আশরাফ। রীতিমত হ্যাট্রিক করে সেরা খল-অভিনেতা নির্বাচিত হয়েছেন আবারও ‘প্রিয়তমা’ থেকে শহীদুজ্জামান সেলিম।  

সেরা অভিনয়শিল্পী হিসেবে বিজয়ী নির্বাচিত হয়েছেন ‘প্রিয়তমা’ সিনেমা থেকে শাকিব খান ও ‘প্রহেলিকা’ থেকে শবনম বুবলী। সেরা গীতিকার ক্যাটাগরিতে আসিফ ইকবাল, তানজীব সারোয়ার শরিফ আলদ্বিনের মত গীতিকারদের ছাপিয়ে সেরা নির্বাচিত হয়েছেন ‘ঈশ্বর’ গানের গীতিকার সমেশ্বর অলি।

সেরা ওয়েবফিল্ম পরিচালক নির্বাচিত হয়েছেন ‘বাবা সামওয়ান ইজ ফোলোইং মি’ নির্মাতা শিহাব শাহীন।   

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ্য থেকে উল্লেখ্য ক্যাটাগরি ছাড়া আরও পুরস্কৃত করা হয়ে সেরা নৃত্যপরিচালক থেকে সেরা চিত্রগ্রাহকের মত বেশ কিছু বিভাগে।  

‘স্বপ্নধারা-বিএফডিএ ২০২২-২৩’ অ্যাওয়ার্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ আলি আরাফাত। এই আয়োজনে উপস্থাপনার দায়িত্বে ছিলেন অভিনেতা সাজু খাদেম। এছাড়াও নাচে-গানে অ্যাওয়ার্ডের মঞ্চ মাতিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, পরীমণি, অভিনেত্রী তানজিন তিশা, অভিনেতা আদর আজাদ, সংগীতশিল্পী ইমরান মাহমুদুল, কণাসহ আরও অনেক তারকারা।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পশ্চিমবঙ্গে অ্যাকশন ছবির চেয়ে পারিবারিক ছবি বেশি চলেছে- পরমব্রত চট্টোপাধ্যায়

‘পশ্চিমবঙ্গে অ্যাকশন ছবির চেয়ে পারিবারিক ছবি বেশি চলেছে’- ‘আজব কারখানা’ চলচ্চিত্রের…
0
Share