সংগীতের সবচেয়ে বড় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম স্পটিফাই। তাদের ২০২৩ সালের টপ আর্টিস্ট তালিকায় এই বছর উঠে এলো নতুন এক নাম। বাংলাদেশের তানভীর ইভান। তরুণ গায়ক, গীতিকবি ও সুরকার তানভীর এবার সেরার খেতাব জিতেছেন মিউজিকের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে।
স্পটিফাইতে ১৮০ দেশের ৯৬ লাখ শ্রোতা তানভীরের গান প্রায় ৬ কোটি বার শুনেছেন। বেশ কয়েকবছর ধরে বাংলাদেশি শিল্পীদের তালিকায় শীর্ষে ছিলেন তিনি। ২০২৩ সালে এসে স্পটিফাই ‘টপ আর্টিস্ট’ হিসেবে স্বীকৃতি পেলেন চট্টগ্রামের তানভীর ইভান।
‘অভিমান’, ‘অভিযোগ’য়ের মত গানের মধ্য দিয়ে খুব অল্প সময়ে তরুণ প্রজন্মের প্রিয় একজন সংগীতশিল্পী হয়ে উঠেছেন তানভীর ইভান। তার গানে উঠে আছে ভালবাসা, বিরহ ও অনেক অনেক আবেগ।