বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের স্থগিত হওয়া নির্বাচনের ভোটগ্রহণ চলতি মাসের ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশনার এ জে রানা।
৫ জানুয়ারি সন্ধ্যায় গণমাধ্যমকে এ জে রানা বলেন, ‘গত ২৮ ডিসেম্বর পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। যা নানা কারণে তখন স্থগিত করা হয়। তবে সুখবর হচ্ছে, এ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনারসহ দুই প্যানেলের সবার সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
নির্বাচন কমিশনার আরও যোগ করেন, ‘ভোটগ্রহণের দিনক্ষণ চূড়ান্ত হলেও এখনো স্থান নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে প্রধান নির্বাচন কমিশনসহ সব প্রার্থীরা আশাবাদী, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ভোটগ্রহণ সম্ভব হবে।’
উল্লেখ্য, ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনে অংশ নিচ্ছে দুটি প্যানেল একটির সভাপতি পদে রয়েছেন শাহীন সুমন ও মহাসচিব পদে শাহীন কবির টুটুল এবং অপর প্যানেলে রয়েছেন মুশফিকুর রহমান গুলজার ও সাফিউদ্দীন সাফি। চলতি বছরের পরিচালক সমিতির ভোটগ্রহণে প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন আবদুল লতিফ বাচ্চু।