উত্তরাবাসীর জন্য সুখবর বয়ে আনলো স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল ও ইউনাইটেড গ্রুপ। ৪টি হল নিয়ে স্টার সিনেপ্লেক্স এবার যাত্রা শুরু করতে যাচ্ছে উত্তরায়।
৭ নভেম্বর স্টার সিনেপ্লেক্স এবং ইউনাইটেড গ্রুপের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি মোতাবেক এয়ারপোর্ট সংলগ্ন উত্তরার সেন্টার পয়েন্ট শপিং মলে নির্মিত হবে হলটির একটি শাখা। চারটি হল থাকার কথা রয়েছে এই মাল্টিপ্লেক্সে। খুব শীঘ্রই শুরু হবে নতুন শাখাটি নির্মাণের কাজ।
চলতি বছরের অক্টোবর মাসে ১৯ বছর পূর্ণ করেছে স্টার সিনেপ্লেক্স। ২০ বছরে পদার্পণের অনুষ্ঠানে হলটির কর্ণধার রুহেল ঘোষণা করেন ২০২৪ সালের মধ্যে হলসংখ্যা ৪০টি করার। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে ইতিমধ্যে শুরু হয়েছে প্রক্রিয়া। ঢাকার বাইরে নতুন শাখা নির্মাণের কাজ চলছে নারায়নগঞ্জ, বগুড়া ও চট্টগ্রামে। আর ঢাকায় বিভিন্ন এলাকায় শাখা চালু করার পরিকল্পনার প্রেক্ষিতে প্রথম সুখবরটি পেলো উত্তরাবাসী।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটিতে স্বাক্ষর করেন স্টার সিনেপ্লেক্সের পক্ষ থেকে রুহেল এবং ইউনাইটেড গ্রুপের পক্ষ থেকে কোম্পানির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মইনুদ্দিন হাসান রশিদ।
জানা গেছে, সেন্টার পয়েন্ট শপিং মলের নতুন শাখায় থাকবে বরাবরের মতই নান্দনিক পরিবেশ। আরও থাকবে সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেম এবং জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা।
উত্তরার শাখাটি ২০২৪ সালের চালু করতে পারবেন বলে আশা করছেন চুক্তিটির সাথে সকল সংশ্লিষ্টরা। দেশের সিনেমা ইন্ডাস্ট্রির প্রসারে নতুন আরও শাখা নির্মাণ কাজের বাস্তবায়ন রূপ দর্শকদের জন্য যুগান্তকারী ভূমিকা পালন করবে বলেও ধারণা করছেন তারা।