‘আলো আসবেই’ গ্রুপের স্ক্রিনশট নিয়ে উত্তাল দেশের মিডিয়াপাড়া। গ্রুপ চ্যাটগুলো প্রকাশ্যে আসার পর বিপাকে পড়েছেন বেশ কয়েকজন তারকা। এমনই একজন হলেন অভিনেতা অভিনেতা ফজলুর রহমান বাবু।
মূলত ‘আলো আসবেই’ গ্রুপের স্ক্রিনশটগুলো নিয়ে সমালোচনার মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন গ্রুপে থাকা ১৬০ সদস্য। এই সদস্য তালিকাতেই আছে ফজলুর রহমান বাবুর নামও। বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। গ্রুপটিতে নাকি কখনো প্রবেশও করেননি এ অভিনেতা।
৩ সেপ্টেম্বর দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক হ্যান্ডেল থেকে একটি পোস্টে বাবু লিখেছেন, ‘হোয়াটসঅ্যাপে আলো আসবেই গ্রুপে অ্যাড হওয়া প্রসঙ্গে আমার কিছু কথা, একটা গ্রুপের অ্যাডমিনের কাছে ফোন নম্বর থাকলেই তিনি সেই গ্রুপে যাকে খুশি, যতজন খুশি অ্যাড করতে পারেন। অনেক গ্রুপ আছে সেখান থেকে চাইলেও কেউ বের হতে পারে না। যদি অ্যাডমিন তাকে ডিলিট না করে।’
সবশেষে অভিনেতা লিখেছেন, ‘আলো আসবেই গ্রুপে আমি কখনো প্রবেশ করিনি বা কে কী লিখছে, আমি যদি ওখানে না দেখি, আমি কী করে জানবো ওখানে কী লিখছে? ঢালাওভাবে কাউকে দোষারোপ করা বা সমালোচনা করা ঠিক না।’
প্রসঙ্গত, ‘আলো আসবেই’ গ্রুপের শতাধিক স্ক্রিনশট ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদের নেতৃত্বে গড়ে তোলা এ গ্রুপে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে ঐক্যবদ্ধ হয়েছিলেন শিল্পীদের একাংশ।