জনপ্রিয় রিয়্যালিটি শো কৌন বনেগা ক্রোড়পতি’র ১৬তম আসরে নিজের অ্যাকাডেমিক ডিগ্রি ও নম্বর নিয়ে মুখ খুলেছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন কিরোরি মাল কলেজ থেকে অনার্স (স্নাতক) করেছিলেন বলিউডের বিগ বি। কেবিসি-১৬’র এক নতুন প্রোমোতে অমিতাভকে বলতে শোনা যায়, ‘বিএসসি ঠিক কী, তা না জেনেবুঝেই আমি বিএসসি করে নিয়েছি। বিজ্ঞানে ভালো নম্বর পেয়েছিলাম, তো ওতেই অ্যাপ্লাই করে দিয়েছিলাম। কলেজে প্রথমদিন লেকচার শুনতে গিয়েই বুঝেছি, অনেক বড় ভুল হয়ে গেছে। ১০ বছর ধরে আমি স্কুলে যা শিখেছি, তা মাত্র ৪৫ মিনিটেই সব শেষ হয়ে যায়। প্রথমবার ফেল করেছিলাম। পরের বার যখন আবার পরীক্ষা দিলাম, তখন অনেক কষ্ট করে ৪২ শতাংশ (নম্বর) পেয়েছিলাম। সে যাত্রায় বেঁচে গিয়েছিলাম।’
প্রসঙ্গত, ‘সাত হিন্দুস্তানি’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক করেছিলেন অমিতাভ বচ্চন। ‘জাঞ্জির’, ‘দিওয়ার’, শোলে, ‘ওমর আকবর অ্যান্টনি’ ও ‘ডন’ ছবির মাধ্যমে খ্যাতি অর্জন করেন তিনি। এরপর ‘মহব্বতে’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আলবিদা না কেহনা’, ‘ব্ল্যাক’, ‘খাকি’, ‘পিকু’, ‘ব্রহ্মাস্ত্র’র মতো ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় তাকে।