Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

সৌরভ গাঙ্গুলিকে কড়া জবাব দিলেন শ্রীলেখা 

সৌরভ গাঙ্গুলি ও শ্রীলেখা মিত্র (বাম থেকে) । ছবি: গুগল

কলকাতার নারী চিকিৎসকের ন্যায়বিচারের দাবিতে শুরু থেকেই সরব অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এ নিয়ে এবার ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকেও ছাড় দিলেন না তিনি।

মূলত পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে ট্রেইনি ডাক্তারকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিষয়টি আর কেবল পশ্চিমবঙ্গেই সীমাবদ্ধ নেই। ভারত তো বটেই, ইস্যুটি পৌঁছে গেছে আন্তর্জাতিক স্তরেও। একদিকে যখন আন্তর্জাতিক পর্যায়েও মানুষ বিক্ষোভে উত্তাল, অপরদিকে কলকাতার তারকাদের মাঝেই তৈরি হয়েছে বিভাজন। একদল যখন প্রতিবাদ করে নেমেছেন রাজপথে, আরেকদল আবার দূরত্ব বজায় রাখছেন ইস্যুটি থেকে। কারও জন্য এটি আবার কেবলই বিচ্ছিন্ন একটি ঘটনা।

আরজি কর কাণ্ডকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলা তারকাদের দলে রয়েছেন সৌরভ গাঙ্গুলি। একারণেই তার এমন মন্তব্য মেনে নিতে পারেননি প্রতিবাদী শ্রীলেখা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলার তথ্যানুযায়ী, আরজি কর প্রসঙ্গে প্রশ্ন করা হলে সৌরভ বলেছিলেন, ‘আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনায় যে বা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়া উচিত। তা যে কোনও জায়গায় ঘটতে পারে।’

তবে এই ক্রিকেটার রাজ্যকে ডিফেন্ড করে আরও বলেন, ‘একটি ঘটনা দিয়ে পশ্চিমবঙ্গকে সার্বিকভাবে বিচার করা উচিত নয়। এতে রাজ্যের মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এমনটাও ভাবার দরকার নেই। রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ ভালো। পশ্চিমবঙ্গ সহ ভারতের সর্বত্র মহিলাদের সুরক্ষা আছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এরকম ঘটনা ঘটছে। যাতে এরকম ঘটনা বন্ধ করা যায় তা নিশ্চিত করতে হবে।’

সৌরভের এমন মন্তব্যের তীব্র বিরোধিতা করে পাল্টা জবাব দিয়েছেন শ্রীলেখা। অভিনেত্রীর ভাষ্যমতে, ‘সরি টু সে সৌরভ গাঙ্গুলি। সৌরভ আমি সত্যিই দুঃখিত যে, তোমাকে মানুষ যেভাবে তোমার দাদাগিরি, তোমার ক্রিকেট, তোমাকে মহারাজা, মানুষ তোমাকে যে আসনে বসিয়েছেন। আর তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো? এইসব সোহম হর্লিক্সের পার্টি, তারা বলছে পুলিশ আছে বলেই শহরে মেয়েরা সুস্থ আছে। এই মানুষগুলোকে চেনার এটা মোক্ষম সময় এসে গেছে। যে মানুষগুলোকে আমরা উপরে রেখেছি, তারা মানুষ বলার যোগ্য নয়। তাদের টেনে নামিয়ে আনো নিচে।’

শ্রীলেখার এমন বক্তব্যের ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হলে, তাকে সমর্থন করেছেন বহু মানুষ। তার সাহসের প্রশংসাও করছেন নেটিজেনরা। আবার দায়সারা মন্তব্যের জন্য শ্রীলেখার মতন অনেককেই দেখা যাচ্ছে সৌরভকে নিয়ে আক্ষেপ প্রকাশ করতে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

অ্যান্টিলিয়ার যে ফ্লোরে থাকেন আম্বানি পরিবার

আকাশচুম্বী বিলাসবহুল বাসভবন অ্যান্টিলিয়ার কেবল মাত্র ২৭ নম্বর ফ্লোরে থাকার অনুমতি আছে আম্বানি পরিবারের…

ছবিপ্রতি কত পারিশ্রমিক নেন শাহরুখ-আল্লুরা?  

ভারতীয় তারকারা বরাবরই উচ্চ পারিশ্রমিকের জন্য পরিচিত। জানেন কি ভারতের শীর্ষ ১০ তারকাদের গড়ে পারিশ্রমিক কত?…

প্রশংসায় ভাসছেন ফারিণ

মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের ‘পপুলার’ গানটি খালি গলায় কভার করে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী তাসনিয়া…
Exit mobile version