সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ‘অ্যাম্বাসেডর চয়েস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’য়ে ৮ ডিসেম্বর দেখানো হবে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সিনেমা ‘দামাল’।
রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাসে কয়েকবছর ধরে নিয়মিত চলে আসছে বার্ষিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি। ২৪ নভেম্বর শুরু হওয়া উৎসবটিতে অংশ নেবেন বিভিন্ন দেশের কুটনীতিক, উচ্চপদস্থ ব্যক্তিবর্গ এবং প্রবাসী বাংলাদেশীরা।
রায়হান রাফীর পরিচালনায় প্রখ্যাত শিশুসাহিত্যিক ও একুশে পদকপ্রাপ্ত ফরিদুর রেজা সাগর-এর কাহিনী অবলম্বনে তৈরি ‘দামাল’। মুক্তিযুদ্ধের সময়ের স্বাধীন বাংলা ফুটবল দলের ঘটনা নিয়ে সিনেমার গল্প। সিনেমায় আছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শাহনাজ সুমিসহ আরও অনেকে।