২৫ বছর আগে চিত্রনায়ক সোহেল চৌধুরী খু’নের ঘটনায় ৯ আসামির মধ্যে আজিজ মোহাম্মদ ভাইসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর সোহেল-দিতির মেয়ে লামিয়া চৌধুরী জানিয়েছেন তার তাৎক্ষনিক প্রতিক্রিয়া।
মামলার ২৬ বছর পর রায় ঘোষণার পর গণমাধ্যমকে লামিয়া জানিয়েছেন, ‘আমার বাবা তো আর ফেরত আসবে না। উনারা (অপরাধীরা) যেটা করেছেন, সেটার জবাব উনাদেরই দিতে হবে। উনাদের যাবজ্জীবন হোক কিংবা যেটাই হোক—বাবার মৃ’ত্যু আমার জীবনে যে প্রভাব ফেলেছে, সেটা কোনোভাবেই পরিবর্তন হবে না। রিয়েলিটি নিয়েই আমাকে থাকতে হবে। এখন তাদের বিচারে আমাদের কোনো কিছুই পরিবর্তন হয়নি, হবেও না।’
১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর রাজধানীর বনানীতে ট্রাম্পস ক্লাবের নিচে সোহেল চৌধুরীকে গু’লি করে হ’ত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। এর দুই বছর পর মামলাটির বিচার দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। অবশেষে ২০২৪ সালের ৯ মে বিচার পেলেন চিত্রনায়ক সোহেল চৌধুরী।