কিছু দৃশ্যে কাঁচি চালিয়ে অবশেষে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল কঙ্গনা রানাওয়াতের ‘ইমার্জেন্সি’। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে, ‘সিনেমার বেশ কিছু দৃশ্য বাদ দেয়া এমনকি সিনেমাটিতে দেখানো ঐতিহাসিক ঘটনাগুলির ডিসক্লেইমার দেওয়ার শর্তে ছাড়পত্র পেয়েছে ‘ইমার্জেন্সি’। তবে সেন্সর বোর্ডের তরফ থেকে ইউ/এ সার্টিফিকেট পেলেও কবে এই সিনেমা মুক্তি পাবে সেটা এখনও ঘোষণা কোনো ঘোষণা আসেনি।
কমিটি চলচ্চিত্র নির্মাতাদের একটি দৃশ্যে সরিয়ে নিতে বলেছে যেখানে পাকিস্তানি সৈন্যরা বাংলাদেশী শরণার্থীদের আক্রমণ করছে। একজন সৈনিকের একটি শিশুর মাথা থেঁতলে দেয়ার দৃশ্য এবং তিনজন নারীর শিরশ্ছেদ করার দৃশ্য সরাতে বলা হয়েছে। কমিটি একটি লাইনে উল্লিখিত একটি পরিবারের পদবি পরিবর্তন করতেও বলেছে।
উল্লেখ্য, ‘ইমার্জেন্সি’ সিনেমায় কঙ্গনাকে দেখা যাবে ইন্দিরা গান্ধীর চরিত্রে। সিনেমাটিতে কঙ্গনা ছাড়াও আরো দেখা মিলবে অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়াস তালপেড়ে এবং প্রয়াত অভিনেতা সতীশ কৌশককে।