বলিউডের আলোচিত সিনেমা ‘ক্রু’, যা ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে ২৯ মার্চ। টাবু, কারিনা কাপুর ও কৃতি শ্যানন অভিনীত এ ছবি ঢাকায় মুক্তির কথা থাকলেও সেন্সর ছাড়পত্র না পাওয়ায় পিছিয়ে যায় মুক্তি। নতুন খবর হলো- সেন্সর পেলেই ঢাকার হলে মুক্তি পাবে ছবিটি, আর তা চলবে চাঁদরাত পর্যন্ত।
জানা গেছে, ‘ক্রু’ ভিনদেশী সিনেমা হওয়ায় আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা দেশীয় সিনেমাগুলোর কথা বিবেচনায় রেখে চাঁদরাত পর্যন্ত এই সিনেমাটি প্রেক্ষাগৃহে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ঈদের দিন চলবে বহুল প্রতীক্ষিত দেশীয় সিনেমাগুলো। ঈদের দিন থেকে বিদেশি কোনো ছবি চালানোর নিয়ম নেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে।
এদিকে ছবিটি নিয়ে ছবি আমদানিকারক প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেছেন, ‘সেন্সর জটিলতায় বিশ্বের সঙ্গে একই দিনে মুক্তি দেওয়া সম্ভব হয়নি আমাদের। তবে রবিবার (৩১ মার্চ) সেন্সর হয়ে যাবে আশা করছি। এরপর সোমবার (১ এপ্রিল) থেকে আমাদের হলগুলোয় চলবে ছবিটি।’
কিন্তু কী কারণে যথাসময়ে সেন্সর হয়নি, তা নিয়ে মুখ খুলেননি স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। ‘ক্রু’ সিনেমার মাধ্যমে প্রথমবার ভারতীয় ছবি আমদানির তালিকায় নাম লিখিয়েছে স্টার সিনেপ্লেক্স।