নারায়ণগঞ্জের টানবাজারে থাকা এশিয়ার সর্ব বৃহৎ যৌনপল্লীর গল্প নিয়ে নির্মাতা রাশিদ পলাশের ‘রঙবাজার’ অবশেষে সেন্সরে পাঠাচ্ছেন নির্মাতা।
৪০০ বছরের পুরনো যৌনপল্লীটি ১৯৯৯ সালের জুলাই মাসে এক রাতে গুঁড়িয়ে দেওয়ার গল্পে নির্মিত সিনেমাটির ২০২২ সালে শুটিং ও পোস্ট প্রডাকশনের কাজ শেষ হবার পরেও সেন্সর পাওয়া নিয়ে সংশয় থাকার কারণে আর সেন্সর বোর্ডে পাঠাননি নির্মাতা।
অবশেষে নতুন বাংলাদেশে সিনেমাটি সেন্সর বোর্ডে পাঠানো প্রসঙ্গে নির্মাতা জানিয়েছেন, ‘আমার ছবিটি সত্য ঘটনা অবলম্বনে। এ ধরনের গল্প নিয়ে যারা ছবি নির্মাণ করেছেন, তাদের ছবিগুলো একের পর এক সেন্সর বোর্ডে আটকে গেছে। আমিও ভয় পেয়েছিলাম। কারণ স্পর্শকাতর গল্প নিয়ে ছবিটা। যদিও আমি অতিরঞ্জিত কিছু দেখাইনি। তার পরও কথায় আছে, চুন খেয়ে গাল পুড়লে দই দেখলেও ভয় লাগে। এখন দেশের পটপরিবর্তন হয়েছে। আশা করছি, আর সমস্যা হবে না।’
নির্মাতা রাশিদ পলাশ চান, সেপ্টেম্বরেই ছবিটি মুক্তি পাক। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের সিদ্ধান্তকেই তিনি প্রাধান্য দেবেন। তারা যদি পেছাতে চান, পলাশের আপত্তি নেই।