Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

সেই অস্কারের আগে থেই আলাদা থাকছেন উইল ও জাডা

উইল স্মিথ ও জাডা পিংকেট স্মিথ

২০১৬ সাল থেকেই আলাদা থাকছেন উইল স্মিথ ও জাডা পিংকেট স্মিথ। ছয় বছর ধরে আলাদা থাকার কথা স্বয়ং জানিয়েছেন মার্কিন এ অভিনেত্রী।

১১ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন ‘পিপল’- এ প্রকাশিত এক সাক্ষাৎকারে স্বামী উইল স্মিথ থেকে আলাদা থাকার কথা স্বীকার করেছেন নায়িকা।

মার্কিন সাংবাদিক হোডা কটবিকে দেওয়া সেই সাক্ষাৎকারটিতে ‘একাডেমি অ্যাওয়ার্ডস’-এর ৯৪তম আসরে উইল স্মিথের দ্বারা ক্রিস রককে চড় মারার ঘটনার কথাও উল্লেখ করেন তিনি।

জাডার ভাষ্যমতে, তিনি ভেবেছিলেন অনুষ্ঠানটির জন্য হয়ত কোন ‘স্কিট’- এর অংশ হিসেবে মার্কিন কমেডিয়ানকে চড় মেরেছিলেন উইল । কিন্তু  মঞ্চ থেকে নিজের আসনে  চলে আসার পরেই জাডা বুঝতে পারেন ক্রিস রককে আসলেই চড় মেরেছিলেন উইল। অনুষ্ঠান শেষে উইল ঠিক আছেন কিনা তা জানতেও চান নায়িকা।

১৯৯৭ সালে বাল্টিমোরে উইল স্মিথের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাডা পিংকেট স্মিথ । দাম্পত্য জীবনে যা-ই হোক না কেন তার জন্য কখনও বিচ্ছেদের সিদ্ধান্ত নিবেন না বলে নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন জাডা। আর তাই আলাদা থাকলেও স্বামী থেকে ডিভোর্স নেননি তিনি।  

২০২২ সালের ২৭ মার্চ লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত অস্কারের ৯৪ তম আসরে জাডা  পিংকেট স্মিথকে  রসিকতার ছলে  ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘জি আই জেন’ চলচ্চিত্রের পরবর্তী অংশে অভিনয়ের কথা বলেন ক্রিস। চলচ্চিত্রটির মুখ্য অভিনেত্রী ডেমি মুরের মাথায় চুল ছিল না।  ২০১৮ সাল থেকে ভুগে আসা অ্যালোপেসিয়া রোগটির কারণে ঘটনার সময় মাথায় চুল ছিল না  অভিনেত্রীর ।

কথাটি বলার পরই ক্রিসের উপর রেগে গিয়ে মঞ্চে উঠে তাকে চড় মেরে বসেন উইল স্মিথ। কমেডিয়ানকে নিজের স্ত্রীকে রসিকতা থেকে দূরে রাখতেও বলেন অভিনেতা। অস্কারের ঐ আসরে ‘কিং রিচার্ড’ (২০২১) এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেও ঘটনাটির জন্য ১০ বছরের জন্য উইল স্মিথকে  নিষিদ্ধ করে দেয় অস্কার কর্তৃপক্ষ।

তবে জাডার নতুন এ বক্তব্যে বরাবরই আলোচনা শুরু হয়েছে নেটপাড়ায়। 

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘প্রিয় মালতী’ আমাদের আইডেন্টিটি ক্রাইসিসের গল্প: মেহজাবীন

গত দেড় দশক ধরে ছোট পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করে চলছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তারই ধারবাহিকতায়…

সুজুকি ও আর্টসেলের ‘অপ্রতিরোধ্য’

আর্টসেল ব্যান্ডের সাথে কোলাব করে বাইকার ও সংগীতপ্রেমীদের জন্য ‌‘অপ্রতিরোধ্য’ শিরোনামে মিউজিক ভিডিও প্রকাশ করেছে…

‘সোনিক দ্য হেজহগ ৩’ আসছে স্টার সিনেপ্লেক্সে

৬২ মিলিয়ন ডলার দিয়ে ওপেনিং করা ‘সোনিক দ্য হেজহগ ৩’এবার আসছে দেশের প্রেক্ষাগৃহে। সম্প্রতি আন্তর্জাতিকভাবে…
Exit mobile version