সৃজিত মুখার্জির নতুন সিনেমা লহো গৌরাঙ্গের নাম রে থেকে বাদ পড়লেন নায়িকা প্রিয়াঙ্কা সরকার। প্রথমে সিনেমার জন্য প্রিয়াঙ্কার লুক সেট করা হয়েছিল, কিন্তু তার পর শুটিং শুরু হওয়ার আগেই তিনি ছবিটি থেকে বাদ পড়েন।
প্রিয়াঙ্কা সরকারের বাদ পড়া নিয়েপরিচালক সৃজিত জানান, ছবির শুটিং নিয়ে প্রথম থেকেই শুভশ্রী গাঙ্গুলির নামই তার মাথায় ছিল। তবে, শুভশ্রী যখন প্রথম মা হন, তখন প্রেগন্যান্সির কারণে ছবিটি শুরু করা সম্ভব হয়নি। ফলে, প্রিয়াঙ্কাকে সিনেমার জন্য ভাবা হয়, কিন্তু শুটিং শুরু হওয়ার আগেই প্রিয়াঙ্কার লুক সেট হয়ে গিয়েছিল।
চলতি বছরের জুনে, যখন সিনেমার শুটিং শুরু হবে, তখন সৃজিত পুনরায় শুভশ্রীকেই বেছে নেন। সিনেমার প্রযোজক রানা সরকার জানান, প্রথমে শুভশ্রী প্রেগন্যান্ট ছিলেন, তাই কাজটি করতে পারেননি। তবে, এখন শুভশ্রীর চেহারা বিনোদিনী চরিত্রের জন্য পারফেক্ট বলে মনে হচ্ছে। প্রিয়াঙ্কা সরকারও বিষয়টি মেনে নিয়েছেন এবং জানিয়েছেন, যদি শুভশ্রী চরিত্রটি করেন, তার কোনো আপত্তি নেই।
লহো গৌরাঙ্গের নাম রে ছবিটি প্রযোজনা করছে এসভিএফ এবং দাগ ক্রিয়েটিভ মিডিয়া। ছবির শুটিং শুরু হবে চলতি বছরের জুনে।