২০১২ সালে টালিউডের অন্যতম সফল সিনেমার একটি ‘হেমলক সোসাইটি’। দীর্ঘ অপেক্ষার পর এই সিনেমার সিক্যুয়েল নিয়ে আসছেন নির্মাতা সৃজিত মুখার্জি। তবে নায়িকাতে এসেছে পরিবর্তন।
নির্মাতা সৃজিত মুখার্জির পরিচালনায় সিক্যুয়েল সিনেমার নাম ঠিক করা হয়েছে ‘কিলবিল সোসাইটি’। ‘হেমলক সোসাইটি’ সিনেমায় পরমব্রত চ্যাটার্জির সঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন কোয়েল মল্লিক। তবে বর্তমানে তিনি সদ্যোজাত মেয়েকে নিয়ে ব্যস্ত। তাই এই ছবির সিক্যুয়েলে কোয়েলের পরিবর্তে নির্মাতা বেঁছে নিয়েছেন অভিনেত্রী কৌশানী মুখার্জিকে। সব ঠিক থাকলে শীঘ্রই ছবির কাজ শুরু করবেন বলে সৃজিত মুখার্জি।
টালিউডপাড়ায় জোর গুঞ্জনে শোনা যাচ্ছিলো, ছবিতে চুম্বনদৃশ্যে আপত্তি থাকার কারণেই নাকি মনের মতো নায়িকা খুঁজে পাচ্ছিলেন না নির্মাতা সৃজিত। পরে কৌশানীকে প্রস্তাব দিতেই নাকি চূড়ান্তভাবে কথা পাকা হয়।
প্রায় এক যুগ পর পরমব্রত চ্যাটার্জিকে পর্দায় ফিরতে যাচ্ছেন সৃজিত মুখার্জি। নির্মাতার অন্যতম সফল ডার্ক কমেডি ধাঁচের ‘হেমলক সোসাইটি’ সিনেমার সব গুলো গান ব্যাপক জনপ্রিয়তা পায়। বিশেষ করে অনুপম রায়ের গাওয়া ‘এখন অনেক রাত’ কিংবা রূপঙ্কর বাগচী এবং লোপামুদ্রা মিত্রের ‘আমার মতে’ গান গুলো এখনও রয়েছে শ্রতা-ভক্তদের মুখে মুখে।