বাজেটের কারণে সৃজিত মুখার্জি পরিচালিত ‘টেক্কা’ ছবি থেকে সরে গেলেন সুরকার অনুপম রায়। ক্যারিয়ারে প্রথম বাজেট সংক্রান্ত কারণে কোনও সিনেমায় সুর করা থেকে পিছিয়ে গেলেন অনুপম। তার জায়গায় সিনেমায় সুর করছেন ‘প্রেমে পড়া বারণ’ গান খ্যাত রণজয় ভট্টাচার্য।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কণ্ঠশিল্পী জানিয়েছেন, ‘ছবির (টেক্কা) বাজেট নিয়ে কিছুটা সমস্যা রয়েছে তাই আমি নেই। এ রকম ঘটতেই পারে। সব সময় সব কিছু এক থাকবে, এটা হয় না। তবে রণজয়কে শুভেচ্ছা।’
অন্যদিকে সুরকার রণজয় জানিয়েছেন, ‘সৃজিতের ছবির গানে সুর করা বেশ চ্যালেঞ্জিং। তার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। বাড়তি উত্তেজনা তো রয়েছেই।’
রণজয়ের আরও যোগ করেন, ‘সবার সঙ্গেই কমবেশি কাজ করেছি। শ্রেয়া আর অরিজিৎ সিংহের সঙ্গে তুলনায় কম কাজ হয়েছে। সৃজিতদার ছবিতে আবার ওরা থাকলে খুব ভাল লাগবে।’
উল্লেখ্য, ‘টেক্কা’ সিনেমার প্রথম অংশের কাজ ২০২৪-এর ভারতীয় লোকসভা নির্বাচনের আগেই শেষ হয়েছে। চলতি বছরের দুর্গা পূজাতেই মুক্তির কথা রয়েছে ছবিটির।