কয়েক মাস আগে মা হয়েছেন দীপিকা পাডুকোন। এর মধ্যে অভিনয়ে ফেরার কোনো পরিকল্পনা ছিল না তার। তবে শাহরুখ খানের সিনেমার অফার মিস করতে পারলেন না, এবং নতুন ছবির সঙ্গে যুক্ত হলেন।
অনেক দিন ধরেই ‘কিং’ ছবিটি নিয়ে জল্পনা চলছিল। প্রথমে সুজয় ঘোষ ছবিটির পরিচালনা করতে চেয়েছিলেন, তবে পরে দায়িত্ব নেয় সিদ্ধার্থ আনন্দ। সুহানা খান এবার প্রথমবার বাবার সঙ্গে এক সিনেমায় কাজ করছেন, আর এটি তার বড় পর্দায় প্রথম ছবি।
এবার শোনা যাচ্ছে, সুহানার মা হিসেবে দীপিকা পর্দায় আসছেন। ছবিটিতে তিনি একটি ক্যামিও করবেন, যেখানে সুহানার মায়ের চরিত্রে অভিনয় করবেন। সেই চরিত্রটি শাহরুখ খানের প্রাক্তন প্রেমিকারও। সিদ্ধার্থ আনন্দের ছবিতে সুযোগ পেয়ে দীপিকা তা ফিরিয়ে দেননি।
খবর রয়েছে যে, প্রথম থেকেই শাহরুখ খান ও সিদ্ধার্থ আনন্দ এই চরিত্রটির জন্য দীপিকাকেই ভাবেন। প্রাথমিকভাবে সুহানার বাবা ও মায়ের চরিত্রে অভিনয় করার কথা ছিল সাইফ আলি খান ও টাবুর। ছবির প্রধান খলনায়কের চরিত্রে অভিনয় করবেন অভিষেক বচ্চন, আর অভয় বর্মাকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। ছবিটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
‘কিং’ ছবির পাশাপাশি, দীপিকা আরও একটি সিনেমায় ক্যামিও দেবেন। রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ দীপিকা থাকবেন, আর জানা যাচ্ছে, সেখানে রণবীরের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্য থাকবে।