নতুন প্রেমে মজেছেন পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। এমনই গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে। তার কথিত প্রেমিকা অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। সম্প্রতি ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ারে দুজনের একসঙ্গে উপস্থিত হওয়ার বিষয়টি সেই গুঞ্জনকে আরো শক্ত ভীতে দাঁড় করিয়েছে। অবশেষে এ নিয়ে মুখ খুললেন সৃজিত মুখোপাধ্যায়।
সম্প্রতি গোটা টিম নিয়ে পুরীতে নতুন সিনেমার শুটিংয়ে গিয়েছিলেন সৃজিত। নীলাচলের সৈকতে সমুদ্রকে পেছনে রেখে একটি সেলফি তুলেছিলেন সৃজিত-সুস্মিতা। অভিনেত্রী সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করার পর প্রেমের গুঞ্জন আরও ডালপালা মেলে। বলা হচ্ছে দুজনে নাকি একান্ত সময়ও কাটিয়েছেন শুটিংয়ে!
প্রেম নিয়ে প্রশ্ন করা হলে সুস্মিতা বলেন, ‘আমরা দুজনে ভীষণ ভালো বন্ধু। বলা যেতে পারে খুব অল্প দিনেই ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছি আমরা। এসব যাঁরা বলছেন, সেটা নিয়ে আমার সত্যিই কিছু বলার নেই।’
সৃজিত বলেন, ‘২০২৫ সালে দাঁড়িয়ে একটা সেলফিকে কেন্দ্র করে যে এত কথা হচ্ছে, সেটা ভেবেই আমি অবাক! আমরা পিরিয়ড ড্রামা তৈরি করছি ঠিকই, কিন্তু দাঁড়িয়ে তো বর্তমান সময়েই। তাই রিলাক্স! একটা ছবি নিয়ে এত তোলপাড় করবেন না।’