সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে অনেক দিন ধরেই নানা গুঞ্জন ছিল। খুন না আত্মহত্যা—এই প্রশ্নটাই অনেক সময় ছিল রহস্যময়। কিন্তু অবশেষে সেই প্রশ্নের উত্তর দিয়েছে সিবিআই। অভিনেতার মৃত্যুর পাঁচ বছর পর, মুম্বাই আদালতে শনিবার সিবিআই তাদের অন্তিম রিপোর্ট জমা দিয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছিলেন, এবং তদন্তে অন্য কোনো ধরণের সন্দেহ বা দিক বের হয়নি।
প্রাথমিকভাবে, সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলে ধারণা করা হয়েছিল এবং এখন সিবিআইও সেই সিদ্ধান্তেই অনড় রয়েছে। তাদের রিপোর্টের অনুযায়ী, অভিনেতার মৃত্যুর ঘটনায় কোনো অস্বাভাবিক বা সন্দেহজনক ঘটনা পাওয়া যায়নি।
তবে, সুশান্তের মৃত্যুর সাত দিন আগে তার অফিস সহায়ক দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনাও ছিল আলোচনার বিষয়। তার মৃত্যুর রহস্য উন্মোচন করতে সম্প্রতি বম্বে হাইকোর্টে নতুন তদন্তের জন্য আবেদন করেছেন দিশার বাবা। তার আবেদন ও অভিযোগে শিবসেনা নেতা আদিত্য ঠাকরের দিকে আঙুল তোলা হয়েছে। সুশান্তের তুতো ভাই নীরজ কুমার সিং বাবলুও নতুন তদন্তের দাবি জানিয়েছেন।
এদিকে, সুশান্তের ভাই সংবাদমাধ্যমে অভিযোগ করেছেন যে, “ঠাকরে সরকার এই ঘটনা গোপন রাখতে চেয়েছিল এবং তাদের উদ্দেশ্য ছিল তদন্ত বন্ধ করে দেওয়া। সুশান্তের মৃত্যুর সাথে দিশার মৃত্যুর সম্পর্ক রয়েছে। ১২ তলা থেকে পড়া ব্যক্তির পাশের জায়গায় রক্ত থাকতে পারে, কিন্তু দিশার দেহের পাশে কোনো রক্তের ছিটেফোঁটা ছিল না। এর মানে, তাকে আগেই খুন করা হয়েছিল।”
তবে, সিবিআই এই সকল অভিযোগের পরেও তাদের তদন্ত শেষ করার সিদ্ধান্ত নিয়েছে এবং বিষয়টি নিয়ে কোনো নতুন দিক না পাওয়ার কথা জানিয়েছে।