অরিন্দম শীলের নতুন ওয়েব সিরিজ ‘উনিশে এপ্রিল’ নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন আরিফিন শুভ।
৩০ জুলাই সিরিজটির পরিচালক অরিন্দম শীলের সাথে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে সিরিজটি নিয়ে অনুরাগীদের কৌতূহল বাড়িয়ে দেন নায়ক।
১৯৭৬ সালের ১৯ শে এপ্রিল কলকাতায় সুরুপা গুহ’র মৃত্যুর পর তার স্বামী ও কলকাতার নামজাদা স্কুলের মালিক ইন্দ্রনাথ গুহকে দোষী ভাবা হলেও নিজের ক্ষমতার বদৌলতে পার পেয়ে যান ইন্দ্রনাথ।
আর এই ইন্দ্রনাথের চরিত্রেই অভিনয় করতে যাচ্ছেন শুভ।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত আট পর্বের সিরিজটির জন্য টানা ২০ দিন কলকাতায় শুটিং করে দেশে ফিরেছেন নায়ক।
পরিচালক অরিন্দম শীলের সাথে ২০১৮ সালে ‘বালি ঘর’-এ অভিনয়ের কথা থাকলেও দিনের আলো দেখেনি সিনেমাটি।
পাঁচ বছর পর নির্মাতার ওয়েব সিরিজের মাধ্যমেই পশ্চিমবঙ্গের ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক ঘটতে যাচ্ছে শুভ’র।
শোনা যাচ্ছে ওয়েব সিরিজটিতে অভিনয়ের জন্য অন্য একটি সিনেমার কাজ পিছিয়ে শিডিউল দিয়েছিলেন নায়ক।
তবে কবে আসবে আরিফিন শুভ’র ওয়েব সিরিজ?
আগস্ট মাসেই ওটিটি প্ল্যাটফর্মে ‘উনিশে এপ্রিল’ সিরিজটির মুক্তির কথা রয়েছে । সিরিজটিতে আরিফিন শুভ ছাড়াও দেখা যাবে অরুণিমা ঘোষ ও সৌরসেনীকে।