Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, জুলাই ২৮, ২০২৫

‘সুপারস্টার’ কিংবা ‘মেগাস্টার’ পদবি পছন্দ নয় দেবের   

এত দিন তিনি শুধুই দেব ছিলেন। হঠাৎ হয়ে গেছেন ‘মেগাস্টার দেব’। দুর্গাপূজায় মুক্তি পাবে দেব অভিনীত ‘রঘু ডাকাত’। সপ্তাহখানেক আগে প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার। তাতে অভিনেতাকে পরিচয় করিয়ে দিতে বড় বড় করে লেখা রয়েছে—মেগাস্টার দেব। বিষয়টি তার ভক্তরা ভালোভাবে নিলেও অনেকে অভিনেতার সমালোচনা করছেন।

সাধারণত ‘সুপারস্টার’ কিংবা ‘মেগাস্টার’ এ ধরনের তকমা পছন্দ নয় তার। তবে কী ভেবে হঠাৎ এই উপাধি নিলেন দেব? বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি।

সুপারস্টার, মেগাস্টার তকমা পছন্দ করেন না জানিয়ে দেব বলেন, ‘আই হেট দিস থিং। আমার প্রোডাকশনে কতবার যে আমার নামের আগে সুপারস্টার লাগিয়েছিল আমার প্রতিষ্ঠানের ছেলেগুলো! এ জন্য কতবার যে ওরা ঝাড়ি খেয়েছে!’

অভিনেতা দেব জানালেন, রঘু ডাকাত সিনেমায়ও তার নামের আগে মেগাস্টার শব্দটি ব্যবহার করার বিরোধী ছিলেন তিনি। তবে প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সহপ্রতিষ্ঠাতা শ্রীকান্ত মোহতার জোরাজুরিতে সেটা এড়াতে পারেননি।  

দেব বলেন, ‘আমি লন্ডনে প্রজাপতি টু-র শুট করছিলাম। সে সময় আমাকে টিজারটা পাঠিয়ে বলা হয়, কী কী কারেকশন আছে, একটু চেক করে দাও। আমার দুই-তিনটা অবজারভেশন ছিল। সবচেয়ে বড় অবজারভেশন ছিল, ওখানে সুপারস্টার দেব লেখা ছিল বড় বড় করে। আমি জানিয়ে দিই, নামের সঙ্গে আমি সুপারস্টার লাগাই না, ওটা বাদ দিয়ে দাও।’

দেব জানান, তার কথামতো টিজারটি কারেকশন করে আবার পাঠানো হয়। এবার অবাক হয়ে লক্ষ করেন, তার নামের আগে সুপারস্টার শব্দটি বাদ দেওয়া হয়েছে ঠিকই। কিন্তু জুড়ে দেওয়া হয়েছে মেগাস্টার। দেব বলেন, ‘সঙ্গে সঙ্গে শ্রীকান্তদাকে ফোন করেছি। শ্রীকান্তদা বলছে, তুই ফোনটা রাখ, অন্য কোনো কারেকশন থাকলে বল। বারবার তাকে অনুরোধ করি, এটা চেঞ্জ করো, শুধু দেব দাও। তিনি বললেন, আর কিছু বলার আছে? তুই ফোন রাখ, শুটিং কর। এভাবেই মেগাস্টার শব্দটি জুড়ে গেল।’

তবে নামের আগে মেগাস্টার জুড়ে গেলেও বিষয়টিকে মোটেই উদ্‌যাপন করেন না বলে জানালেন দেব। তিনি বলেন, ‘আমি এসব প্রশংসায় বয়ে যাই না। আমাকে প্রতিদিনই খাটতে হয়। রঘু ডাকাতের টিজারে এত রেসপন্স পাওয়ার পর আমার মাথায় আরও চাপ বেড়েছে। একটাই ভাবনা, এর পরের কাজটা কী করব! এই মুহূর্তে আমার কাছে এমন কোনো স্ক্রিপ্ট নেই, যার স্কেল আমি রঘু ডাকাতের চেয়ে বড় করতে পারি। আমার নিজের সিনেমার সঙ্গেই আমার কম্পিটিশন।’

এর আগে শাকিব খানের নামের আগে মেগাস্টার শব্দ ব্যবহার নিয়েও বেশ বিতর্ক হয়েছিল। তাঁর এ তকমা নিয়ে আপত্তির কথা জানিয়েছিলেন জাহিদ হাসান।  

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সঞ্জয়ের ৩০ হাজার কোটির সম্পত্তির ভাগ চান কারিশমা কাপুর  

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কাপুর গত ১২ জুন মারা গেছেন। তার আকস্মিক…

মারা গেছেন চিত্রনায়ক জসীমের ছেলে মিউজিশিয়ান রাতুল  

আজ ২৭ জুলাই মারা গেছেন চিত্রনায়ক জসীমের ছেলে ও ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট এবং সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে…
0
Share