Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

সুদ নেয়া আমার জন্য হারাম- শাহরুখ খান

শাহরুখ খানের উদারতার প্রশংসা করেছেন প্রয়াত চলচ্চিত্র নির্মাতা রবি চোপড়ার স্ত্রী এবং প্রযোজক রেণু চোপড়া। রবি চোপড়া ও রেণু চোপড়ার ছেলে অভয় চোপড়ার পরিচালিত প্রথম ছবি ‘ইত্তেফাক’- এর প্রযোজনার জন্য টাকা দিয়েছিলেন শাহরুখ খান। কিন্তু টাকা ফেরত নেয়ার সময় মুনাফা দিতে চাইলে তা প্রত্যাখ্যান করেন বলিউড কিং। সম্প্রতি পিঙ্কভিলার সাথে এক সাক্ষাৎকারে এসব জানান প্রযোজক রেণু চোপড়া।

 ২০১৭ সালে ইত্তেফাক সিনেমার জন্য শাহরুখ খান কীভাবে রাজি হয়েছিলেন, সেই কথা স্মরণ করে  চিত্রনির্মাতা চোপড়া বলেন, ‘শাহরুখকে জিজ্ঞাসা করেছিলাম যে তিনি কি আমার সাথে দেখা করতে পারবেন কিনা, উত্তরে শাহরুখ বলেছিলেন যে তিনি দোয়া নেয়ার জন্য তার কাছে আসবেন। তবে, এরপরের তিন সপ্তাহ ধরে শাহরুখের আর কোনো খোঁজ নেই, দেখা করতে আসেননি, তখন আমি (চোপড়া) দেখা করার সিদ্ধান্ত নেই।  

শাহরুখের সাথে তার সাক্ষাতের কথা স্মরণ করে চোপড়া বলেন, “ সাক্ষাৎকালীন আমি বলেছিলাম, ‘আমার ছোট ছেলে অভয়ের এটি প্রথম ছবি, সে তার সম্পূর্ণ আবেগ আর মমতা দিয়ে সিনেমাটি তৈরি করবে। কিন্তু আমার কাছে টাকা নেই, তখন শাহরুখ বলেছিলেন, ‘আমি টাকা দেব’।

সিনেমার গল্পটা একটুও না পড়ে শাহরুখ টাকা দিয়েছিলেন বলে জানান চোপড়া। তিনি আরো বলেন টাকা দেয়ার সময় শাহরুখ আমাকে বলেন, ‘আমি কখনও ঘোড়াকে সমর্থন করি না; আমি সমর্থন করি জকিকে ( অশ্বারোহী)’। শাহরুখ আমাকে বলেছিলেন, ‘যদি আপনার ছেলে সিনেমা করতে চায়, আমি তাকে সমর্থন করব’।

চোপড়া শাহরুখের মিষ্টি ভঙ্গির কথা স্মরণ করে বলেন যে সুপারস্টার সুদ নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তিনি বলেন, “বিনিয়োগের নিয়ম হল টাকা সবসময় ফিফটি-ফিফটি থাকে। এবং যখন সিনেমা সম্পূর্ণ হয়ে যায়, অন্যান্য সমস্ত আর্থিক সংস্থার নিয়ম মতো, সাধারণত সুদের হার থাকে। আমি সেই টাকার প্রসঙ্গ তুলতেই শাহরুখ বলেছিলেন, ‘’আমি না, এটা আমার জন্য নিষিদ্ধ। আমি এটা নেব না।”   

‘ইত্তেফাক’ সিনেমাটি একটি নব্য-নোয়ার রহস্য থ্রিলার। পরিচালক অভয় চোপড়া। এই ছবিটি যশ চোপড়া পরিচালিত ১৯৬৯ সালের একই নামের ছবির রূপান্তর। রূপান্তরিত এই সিনেমার রচয়িতা চোপড়া নিজেই সাথে ছিলেন নিখিল মেহরোত্রা এবং শ্রেয়স জৈন। এই ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, অক্ষয় খান্না এবং সোনাক্ষী সিনহা। বক্স অফিসে গড় পারফর্ম করে মোট ৫১.৪৭ কোটি রুপি তুলেছে সিনেমাটি।    

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

উদিত নারায়ণের বিরুদ্ধে মামলা করলেন স্ত্রী

গানের শোতে এক তরুণীর ঠোঁটে চুমু দিয়ে বিতর্কে পড়েছিলেন উদিত নারায়ণ । তারই কিছুদিন পর এবার আইনি বিপাকে পড়লেন…

মহাভারতের গুরুত্বপূর্ণ চরিত্রে আমির খান

‘থাগস অব হিন্দুস্তান’ আর ‘লাল সিং চাড্ডা’ সিনেমা দুটিতে প্রত্যাশিত সাফল্য পাননি বলিউডের মেগাস্টার আমির খান।…

আজ মেহজাবীনের বিয়ে

গতকাল ঢাকার অদূরে একটি রিসোর্টে সম্পন্ন হয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর গায়েহলুদ অনুষ্ঠান। আজ বসবেন বিয়ের…
Exit mobile version