Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

সুচিত্রা সেন: এই পৃথিবী একবারই পায় তারে

সুচিত্রা সেন । ছবি: সংগৃহীত

ত্রিশ বছর আগে, যে হাসপাতাল থেকে চিরবিদায় নিয়েছিলেন উত্তম, সেই একই হাসপাতাল আর একই কেবিন থেকেই চিরবিদায় নিলেন সুচিত্রাও। মৃত্যুতেও কী আশ্চর্য জুটি দু’জনের।

সুচিত্রার উত্তম, কিংবা উত্তমের সুচিত্রা। যেভাবেই বলা হোক, মহাকালের যতিচিহ্ন টেনেছেন এই চিরসবুজ জুটি। তাইতো অনেকে বলছেন, আজ যিনি না ফেরার দেশে গেছেন, তিনি সুচিত্রা নন, বরং রমা দশগুপ্তা।

যেমনটা শোনা যায়, পরীক্ষার খাতায় কেউ উত্তমের বিপরীত শব্দ বলতে, সুচিত্রার নামটাই লিখে দিয়েছিলেন।

সেই সুচিত্রা পরলোকে গেলেন, যেমনটা উত্তম গিয়েছিলেন তার ৩৩ বছর আগে।

জুটি বেঁধে তারা বাঙালিকে উপহার দিয়েছেন ৩০টিরও অধিক ছবি—রোমান্টিকতায় ভরপুর এ জুটি বাঙালিকে শিখিয়েছিলেন কীভাবে ভালোবাসতে হয়। কীভাবে রোমান্টিসিজমের উত্তেজনায় কাঁপিয়ে দিতে হয় সবাইকে।

শুধু কী তাই। সুচিত্রা-উত্তমের পোশাকের অন্ধ অনুসরণ করতেন সেকালের যুবক-যুবতীরা সবাই। সুচিত্রার শাড়ি পরা কিংবা চুল বাঁধার স্টাইল সেই সময়ে কলকাতা, ঢাকার বাঙালি সমাজে অভিজাত্য ও ফ্যাশন-সচেতনতার প্রতীক। উত্তম কুমারের চুল, তাঁর শার্টের কলার কেমন ধাঁচের কিংবা তাঁর স্যুটের কাটিং—সবইতো ছিল অনুকরণীয়।

উত্তম কুমার তার জীবদ্দশায় এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘সুচিত্রা পাশে না থাকলে আমি কখনোই উত্তম কুমার হতে পারতাম না।’

উত্তম-সুচিত্রা জুটির প্রথম হিট ছবি ‘সাড়ে চুয়াত্তর’। ১৯৫৩ সালে মুক্তি পাওয়া হাসির এ ছবিটিতে উত্তম কুমার কিংবা সুচিত্রা সেন কেউই প্রধান চরিত্রে অভিনয় করেননি। ছবির প্রদর্শকেরা ব্যবসায়িক মানদণ্ডে চরিত্রাভিনেতা তুলসী চক্রবর্ত্তীকে পোস্টারের প্রধান মুখ বানিয়েছিলেন। কিন্তু ছবিটিতে উত্তম-সুচিত্রার রোমান্টিক অভিনয় বাংলা সিনেমার জগতে যেন এক প্রলয়ের ডাক দিয়ে যায়। একটি চমৎকার রোমান্টিক জুটির জন্য হাপিত্যেশ করে ফেরা কলকাতার সিনেমাশিল্প যেন পেয়ে যায় এক কোরামিন। যে কোরামিন কলকাতার সিনেমাশিল্পকে স্বর্ণ সময়ে প্রবেশ করায়।

শুধু ষাটের দশক নয়, নারী-পুরুষের সম্পর্কের রোমান্টিকতার ধারণায় বাঙালির চিরকালীন এক আইকন এই জুটি।

রুপালি পর্দার চিরদিনের এই প্রেমিক যুগলের, মুখ থেকে বেরিয়ে আসা প্রতিটি সংলাপ এত বছর পরও কাল অতিক্রম করে চলে গেছে বহুদূর। আজকের স্মার্টফোন অ্যাপ্লিকেশনস কিংবা কম্পিউটার প্রযুক্তির এই চরম উৎকর্ষতার যুগেও তাই সুচিত্রা সেনের চলে যাওয়া এই প্রজন্মের কাছে রূদ্ধশ্বাস আলোচনার বিষয় হয়।

কিংবদন্তি শব্দের জন্ম বোধহয় এমন করেই হয়…

— পুরাতন স্মৃতির আলমারি থেকে সুচিত্রাকে স্মরণ

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাত্র কয়েক বসন্তের বাসিন্দা যে ‘আগুন’ কবি: সঞ্জীব চৌধুরী

তাকে কত কিছু দিয়েই পরিচয় করিয়ে দেওয়া যেতে পারে। সঙ্গীত শিল্পী, দলছুট ব্যান্ডের প্রাণ, কবি বা লেখক। সব পরিচয়…

ছেলে হয়েও ছোটবেলায় হুমায়ূন আহমেদ পরতেন মেয়েদের ফ্রক!

কিংবদন্তী হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে চিত্রালীর আজকের আয়োজনে রয়েছে তার শৈশব জীবনের চর্চার আড়ালে রয়ে…

৩৬-২৪-৩৬: হাসিঠাট্টায় সমাজের আয়নার দাগ

আয়না। কাঁচের আয়নাই বোঝে সকলে। সেই আয়না নাকী কখনো মিথ্যা বলে না। তাইতো বরফ রাজকুমারীর গল্পেও রানীকে প্রশ্ন করতে…

উপদেষ্টা ফারুকীকে নিয়ে বিভক্ত নেট দুনিয়া 

‘আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি’- একবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই স্ট্যাটাস পোস্ট করেছিলেন দর্শক নন্দিত…
Exit mobile version