৩০ নভেম্বর সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে সম্মানজনক গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস বা জিএমপি সার্টিফিকেট অর্জন করেছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের রিমার্ক-হারল্যান।
জিএমপি সার্টিফিকেট কসমেটিকস ও স্কিন কেয়ার সেক্টরে দক্ষিণ এশিয়ায় বাজারে রিমার্ক-হারল্যানকে শীর্ষে পৌঁছে দেবে। এ উপলক্ষে রাজধানীর স্থানীয় একটি পাঁচতারকা হোটেলে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করে শাকিব খানের ব্র্যান্ড।
সেখানে রিমার্ক-হারল্যানের ডিরেক্টরও মেগাস্টার শাকিব খান বলেছেন, ‘আজকে আমাদের জন্য একটি অত্যন্ত আনন্দের দিন। সব ধরনের কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড মেনে অনেক স্বল্প সময়ে সম্মানজনক এই সনদটি পেতে সক্ষম হয়েছে রিমার্ক, যা দেশের জন্য বড় মাইলফলক। রিমার্ক-হারল্যানের ডিরেক্টর হিসেবে আমি গর্বিত। শুধু আমদানি বিকল্পই নয়, রপ্তানি বাজারে বাংলাদেশের শক্তিশালী অবস্থান নিশ্চিত করার মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতেও ভূমিকা রাখবে রিমার্ক-হারল্যান। জিএমপি মান সনদ আমাদের সেই লক্ষ্য অর্জনে এগিয়ে নিয়ে যাবে।’
তিনি বলেন, ‘এত দ্রুততম সময়ে জিএমপি সনদ অর্জন বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার কসমেটিকস ইন্ডাস্ট্রিতে নেতৃত্বের আসনে বসার সুযোগ এনে দিয়েছে। কসমেটিকস ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়াতেই নয়, সারা বিশ্বে নেতৃত্ব দেবে একদিন। সেদিন আর বেশি দূরে নয়।’
উল্লেখ্য, এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন রিমার্ক ফুলফিলমেন্টের সিইও এমদাদুল হক সরকার, রিমার্ক এইচবির ডিরেক্টর (অপারেশন) আলমগীর আলম সরকার, অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টার্স বাংলাদেশের জেনারেল সেক্রেটারি জামাল উদ্দীন, চিত্রনায়ক মামনুন হাসান ইমন, চিত্রনায়ক সিয়াম আহমেদ, জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান ও রিমার্ক পরিবারের সদস্যরা।