ডিগবাজি কাণ্ডে ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত জায়েদ খান এবার অপেক্ষায় আছেন দারুণ এক সুখবরের। খুব দ্রুত তার সিনেমা ‘সোনার চর’ আসতে যাচ্ছে পর্দায়।
জায়েদ খান ২০২১ সালে চিত্রনায়িকা মৌসুমীর বিপরীতে কাজ করেছিলেন ‘সোনার চর’ সিনেমায়। দীর্ঘ দু বছরের বিরতি শেষে সিনেমাটি প্রস্তুত মুক্তির জন্য। পাঠানো হয়েছে সেন্সর বোর্ডেও।
এই সুখবর গণমাধ্যমকে অভিনেতা বলেন, “সব প্রক্রিয়া সম্পন্ন করে সিনেমাটি সেন্সরের জন্য জমা দেয়া হয়েছে। সেন্সর পাওয়ার পরই মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হবে। আশা করা যাচ্ছে খুব শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে।”
১৯৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশে ফেরার সময়টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন নিয়ে সাজানো সিনেমাটির গল্প। জাহাঙ্গীর সিকদারের প্রযোজনায় ‘সোনার চর’ নির্মাণ করেছেন জাহিদ হোসেন।