আগামী ২৪ জানুয়ারি সুইডেনে ৪৮তম গোথেনবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে মাকসুদ হোসাইন পরিচালিত ও মেহজাবীন চৌধুরী অভিনীত চলচ্চিত্র `সাবা’। উৎসবটির ‘ভয়েস’ বিভাগে প্রদর্শিত হবে ‘সাবা’।
এছাড়া, গত সেপ্টেম্বরে টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় সাবার। এরপর অক্টোবরে ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘আ উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে প্রদর্শিত হয় এটি। তারপরে গত ৫ ডিসেম্বর রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতা বিভাগে লড়ে সাবা।
সুইডেনের গোথেনবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন পরিচালক মাকসুদ হোসাইন। উৎসবের ‘ভয়েস’ বিভাগে প্রদর্শিত হবে সাবা। এই ভয়েস বিভাগে তরুণ নির্মাতাদের সিনেমাগুলোকে আলাদা সম্মাননা জানানো হয়।
এ বিষয়ে মাকসুদ হোসাইন বলেন, ‘গত বছর টরন্টো দিয়ে আমাদের জার্নি শুরু হয়েছিল। আমাদের ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে। সিনেমাটি নিয়ে উৎসব কর্তৃপক্ষ ও সমালোচকদের কাছ থেকে সাড়া আমাদের মুগ্ধ করেছে। এটা আমাদের জন্য খুশির খবর। আমরা আরও জানাতে চাই, সামনে সিনেমাটি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায়ও প্রিমিয়ারে যাচ্ছে’।
সাবা সিনেমাটি দেশে কবে মুক্তি পাবে, জানতে চাইলে পরিচালক গণমাধ্যমকে জানান, ‘দুই ঈদের মাঝামাঝি সময়ে সিনেমাটি মুক্তি দেব। সেভাবেই এগিয়ে নেওয়ার চেষ্টা করছি।’
প্রসঙ্গত, `সাবা’ সিনেমার গল্পটি দুই যুগ আগের একটি সড়ক দুর্ঘটনা নিয়ে। যেই দুর্ঘটনায় আহত হয় ১২ বছরের এক কিশোরী ও তার মা। কিশোরীটি সেই ঘটনায় মানসিকভাবে আঘাত পায় আর মায়ের সঙ্গী হয় হুইলচেয়ার। সেই সড়ক দুর্ঘটনা-পরবর্তী ঘটনা নিয়েই এই গল্প।
সিনেমায় আহত মায়ের চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী আর মেয়ের চরিত্রে মেহজাবীন চৌধুরী। গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে রয়েছেন মোস্তফা মনওয়ার।