সিলভার প্লে-বাটন অর্জন : চিত্রালীর ইউটিউব চ্যানেল
বাংলাদেশের জনপ্রিয় বিনোদন সংবাদমাধ্যম দেশের অন্যতম জনপ্রিয় বিনোদন সংবাদমাধ্যম চিত্রালীর ইউটিউব চ্যানেল ‘চিত্রালী’ (Chitralee) ইউটিউব কর্তৃপক্ষ থেকে সিলভার প্লে-বাটন অর্জন করেছে । ইউটিউব কর্তৃপক্ষের এই সম্মানজনক পুরস্কার শুধুমাত্র সেইসব চ্যানেলকেই প্রদান করা হয় যারা এক লাখের বেশি সাবস্ক্রাইবার অর্জন করে। দর্শকদের নিরন্তর সমর্থন এবং টিমের কঠোর পরিশ্রমের ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে।
চিত্রালীর এই অর্জন শুধু একটি পুরস্কার নয়, বরং এটি প্রমাণ করে যে দর্শকরা নির্ভরযোগ্য ও মানসম্মত বিনোদন সংবাদ পেতে সবসময় চিত্রালীর উপর আস্থা রাখছেন। দেশ-বিদেশের বিনোদন জগতের খুঁটিনাটি খবর, তারকাদের আপডেট এবং ভাইরাল ভিডিও দ্রুততম সময়ে পৌঁছে দেওয়ার জন্য চিত্রালী সবসময় চেষ্টা করে আসছে।
এই অর্জনের জন্য চিত্রালীর প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠান ‘ফরওয়ার্ড টেক’ বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে সংবাদকর্মী, লেখক ও ভিডিও এডিটরদের। তাদের অবদান ছাড়া এই সাফল্য সম্ভব হতো না। পাশাপাশি দর্শকদের প্রতিও জানানো হয়েছে কৃতজ্ঞতা, কারণ তাদের ভালবাসা এবং সমর্থনই চিত্রালীর পথচলার মূল অনুপ্রেরণা।
চিত্রালী এখন শুধু একটি ইউটিউব চ্যানেল নয়; এর সঙ্গে রয়েছে নিজস্ব নিউজ ওয়েবসাইট এবং ফেসবুক পেজ, যেখানে নিয়মিত প্রকাশিত হচ্ছে বিনোদনের সর্বশেষ খবর। ফলে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের দর্শকরাও সহজে পাচ্ছেন বাংলা বিনোদন জগতের নতুন নতুন তথ্য।
বিনোদনের নতুন খবর, সিনেমা আপডেট এবং তারকাদের সর্বশেষ তথ্য জানতে আজই সাবস্ক্রাইব করুন চিত্রালীর ইউটিউব চ্যানেল এবং যুক্ত থাকুন অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজের সঙ্গে।