দেশের অন্যতম জনপ্রিয় বিনোদন সংবাদমাধ্যম চিত্রালীর ইউটিউব চ্যানেল ‘চিত্রালী’ (Chitralee) ইউটিউব কর্তৃপক্ষ থেকে সিলভার প্লে-বাটন অর্জন করেছে। কোন ইউটিউব চ্যানেলের এক লাখ ইউটিউব সাবস্ক্রাইবার পুর্ণ হলে সাফল্যের স্বীকৃতিস্বরূপ এই সিলভার প্লে-বাটন উপহার দেয় ইউটিউব।
চিত্রালীর এই সাফল্যে চিত্রালীর সকল সংবাদকর্মী, সংবাদ লেখক ও ভিডিও এডিটরদের ধন্যবাদ জানিয়েছেন চিত্রালী কর্তৃপক্ষ ‘ফরওয়ার্ড টেক’। চিত্রালীর এই সাফল্যে দর্শকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে চিত্রালী কর্তৃপক্ষ ‘ফরওয়ার্ড টেক’।
দেশ-বিদেশের বিনোদনের সকল খবরের নতুন নতুন তথ্য পেতে দর্শকদের চিত্রালী নিউজ ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যুক্ত থাকার আহ্বান।
https://www.youtube.com/@Chitralee