ঈদ উপলক্ষে, বৃহস্পতিবার সন্ধ্যায় সিয়াম আহমেদের নতুন সিনেমা ‘জংলি’-এর টিজার অন্তর্জালে মুক্তি পেয়েছে। টিজারে সিয়ামকে দেখা গেছে লুঙ্গি পরিহিত, চোখে মুখে হিংস্রতা, এবং উষ্কুখুষ্ক লম্বা চুল ও দাড়িতে। পাশাপাশি, অ্যাকশন দৃশ্যে তার উপস্থিতি চোখে পড়েছে।
এর আগে ‘জংলি’-এর প্রথম লুক পোস্টার প্রকাশের পর অনেকেই ধারণা করেছিলেন, এটি পুষ্পা বা কবীর সিংয়ের অনুপ্রেরণায় নির্মিত। তবে টিজারে পপ কালচার রেফারেন্স দিয়ে সিয়ামের মুখ থেকেই আসে এই মন্তব্য, “পুষ্পা? কবীর সিং? অ্যাহহে! জংলি!”

টিজারটি ইউটিউবে প্রকাশের পর, দর্শকরা নানা ধরনের মন্তব্য করছেন। অনেকেই বলছেন, এটি দুর্দান্ত লাগছে এবং ধারণা করা হচ্ছে যে, ‘জংলি’ হতে পারে সিয়ামের ক্যারিয়ারের অন্যতম বড় কামব্যাক।
‘জংলি’ নিয়ে সিয়াম আগেই বলেছিলেন, “অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে, যেটি করতে তারা নিজের সর্বস্ব দিতে প্রস্তুত হয়ে যায়। ‘জংলি’ আমার জীবনে তেমন একটি চরিত্র।”
এ সিনেমাটি পরিচালনা করেছেন এম রাহিম। সিয়াম ছাড়াও, ‘জংলি’-তে আরও অভিনয় করেছেন শবনম বুবলী, দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু সহ আরও অনেকে।