দীর্ঘ বিরতির পর ‘অন্তর্বর্তী’ সিনেমার ‘থাকনা দুরের হয়ে’ শিরোনামের গানে কণ্ঠ দিলেন দেশের নন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী।
২৭ অক্টোবর নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে স্টুডিওতে গান রেকর্ডিং করার মুহুর্ত ভক্তদের সাথে ভাগ করে নেন গায়িকা নিজেই। বেশকিছু স্থিরচিত্র শেয়ার করে ক্যাপশনে ফাহমিদা নবী লেখেন, ‘সিনেমার গান একটা আর্ট । নানান রকম অভিনয় থাকে। সেই অভিনয় কন্ঠে ধারন করেই কাঁদতে হয় হাসতে হয়। এস এম কাইয়ুমের অন্তর্বর্তী সিনেমায় গান গাইলাম। ‘থাকনা দুরের হয়ে’ ছবির গানটি মানুষের মনের কিছু সময়কে ঘিরে যে সময়টায় অনুধাবন হয় …’
রাহুল কুমার দত্তের সুরে ‘থাকনা দুরের হয়ে’ গানের সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। ‘তুমি গেও গান অন্য কারো সুরে’ কথার গানটি লিখেছেন সিনেমার নির্মাতা এস এম কাইয়ুম।
সিনেমার গানটি গাইতে গিয়ে স্মৃতিকাতর হয়ে ফাহমিদা নবী লেখেন, ‘আহমেদ রুবেল এই ছবিতে অভিনয় করেছেন। ছবিটা শেষ করতে পেরেছিলেন। গান গাইতে গিয়ে তার কথা অনেক মনে পড়ছিলো।‘ গণমাধ্যমের সাথে আলাপে গায়িকা বলেন, ‘আহমেদ রুবেল আমার প্রিয় অভিনেতা ছিলেন। গাইটি গাইতে গিয়ে এ কথা যখন জানলাম তখন আমার মন বিষণ্নতায় ভরে গেছে। দারুণ একজন অভিনেতা ছিলেন। সিনেমাটিতে রুবেলের কিছু ডাবিংয়ে কাজ বাকি ছিল। সেগুলো করে যেতে পারেননি।’
উল্লেখ্য, ১৯৭৯ সালে সংগীত জীবনের শুরু ফাহমিদা নবীর। তার অ্যালবামগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘এক মুঠো গান’, ‘দুপুরের একলা পাখি’, ‘মনে কি পড়ে না’, ‘আমার বেলা যে যায়’, ‘আকাশ ও সমুদ্র ওপার’, ‘স্বপ্ন গল্প’, ‘ছাত্র দেয়াল হঠাৎ খেয়াল’, ‘পরস্পর’, ‘ফড়িং’, ‘তুমি কি সেই তুমি’ইত্যাদি।