অভিনেতা শরিফুল রাজ ও অভিনেত্রী তানজিন তিশাকে জুটি করে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন জনপ্রিয় নাটক নির্মাতা সঞ্জয় সমাদ্দার। আর এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় নাম লেখাতে চলেছেন অভিনেত্রী তানজিন তিশা।
এর আগে সঞ্জয়ের নির্দেশনায় একাধিক নাটকে কাজ করেছেন তিশা। এবার ক্যারিয়ার প্রথম ছবিও করতে যাচ্ছেন তার হাত ধরেই। সঞ্জয় জানান, প্রযোজক দেশের বাইরে আছেন। দেশে ফিরলেই তিশার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পাদন করবেন। এখন চলছে চিত্রনাট্য তৈরির কাজ।
ছবিটির প্রসঙ্গে নিমার্তা বলেন, ‘অনেক দিন থেকেই ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ করছি। বাংলাদেশে এটাই হবে আমার প্রথম ছবি। তাই দর্শকদের সেরাটা উপহার দিতে চাই। তিশা আমার সঙ্গে অনেক নাটকে কাজ করেছেন। একসঙ্গে প্রথম সিনেমাতে কাজ করব এবার।’
প্রসঙ্গত, গত বছর ওপার বাংলার জনপ্রিয় নায়ক জিৎ ও বাংলাদেশের অভিনেত্রী মিমকে নিয়ে বানিয়েছেন নিজের প্রথম ছবি ‘মানুষ’। আর প্রথম ছবি দিয়েই প্রশংসিত হন সঞ্জয় সমাদ্দার। এবার হাত দিয়েছেন নিজের দ্বিতীয় কাজে। যেখানে অভিষেক ঘটতে যাচ্ছে তিশার।
এছাড়াও, ক্যারিয়ারে ৩০টির বেশি নাটক নির্মাণ করেছেন সঞ্জয় সমাদ্দার। এরমধ্যে ‘যে শহরে টাকা ওড়ে’, ‘গেইম ওভার’, ‘পলিটিক্স’, ‘আপনার ছেলে কী করে?’ ‘শিফট’, ‘ভালো থাকুক ভালোবাসা’, ‘সুখ পাখি’ ও ‘দাগ’ এর মতো আলোচিত কাজ করেছেন তিনি।