যাত্রা শুরুর ২০ বছরে দেশের সর্বাধুনিক সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্সে এখন পর্যন্ত দেখানো সকল হলিউড বলিউড সিনেমাকে টপকে সফল সিনেমার তকমা পেল ঢালিউড মেগাস্টার শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমাটি।
বছরের একদম শেষে এসে নিজেদের ২০২৪ সাল কেমন গেল তার একটি হিসাব কষে পোস্ট করেছে স্টার সিনেপ্লেক্স। যেখানে সিনেপ্লেক্স কর্তৃপক্ষে তরফ থেকে নিশ্চিত করা হয় শাকিব খান অভিনীত গ্লোবাল ব্লকবাস্টার সিনেমা ‘তুফান’ সিনেপ্লেক্সে আগের সব সিনেমার রেকর্ড ভেঙ্গেছে!
সিনেপ্লেক্সের জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, ‘তুফান হচ্ছে এ বছর সবচেয়ে দর্শক নন্দিত সিনেমা। পাশাপাশি গত ২০ বছরে সিনেপ্লেক্সে যত সিনেমা প্রদর্শন হয়েছে তারমধ্যে সবচেয়ে সেরা সিনেমা হচ্ছে ‘তুফান’। তাই ‘তুফান’কে ব্যবসায়িক হিসেবে ও দর্শক প্রশংসায় সব ভাবে সেরা মনে করে স্টার সিনেপ্লেক্স।’
‘তুফান’ মুক্তির ২ মাস পর দেশে ছাত্র জনতার আন্দোলন হয়। তার আগে দেশের পরিস্থিতি অস্বাভাবিক হয়ে যায়। এতে করে দেশের সবকিছুর পরিবর্তন ঘটে।
মেজবাহ আহমেদের ভাষ্য, ‘এর আগে স্টার সিনেপ্লেক্সের সর্বোচ্চ লাভজনক সিনেমা ছিল ‘অ্যাভেটর’ এবং ‘জওয়ান’। যদি জুলাই-আগস্টে দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকতো, তাহলে তুফান আরও কত মাইলফলক স্পর্শ করতো তার ঠিক নেই।‘
উল্লেখ্য, ‘তুফান’ সিনেমায় শাকিব খান ছিলেন দ্বৈত ভূমিকায়। তার বিপরীতে জুটি বেঁধেছেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। এতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, শহিদুজ্জামান সেলিমসহ অনেকে।