শ্রোতাপ্রিয় গায়ক তাহসান রহমান খান। যিনি সম্প্রতি আলোচনায় এসেছিলেন ‘ব্ল্যাক’ রিইউনিয়ন কনসার্টের কারণে। এবার আরেকবার আলোচনায় আসলেন তিনি। কেননা, এ গায়ক গান গাইতে উড়াল দিচ্ছেন অস্ট্রেলিয়ায়।
রেমিয়ানস অস্ট্রেলিয়ার আয়োজনে ১ জুন অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের সায়েন্স থিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাহসানের একক সংগীত সন্ধ্যা। কনসার্টের নাম- ‘আড়ং.কম প্রেজেন্টস তাহসান খান লাইভ ইন সিডনি’। এই অনুষ্ঠানটি ইতিমধ্যেই সিডনির প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে।
কনসার্টের ৬ সপ্তাহ আগেই প্রায় ৮০ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে। আয়োজকরা আশা করছেন, ১ জুনের সন্ধ্যাটি মনোরম করে উপস্থাপন করতে পারবেন। তাদের বিশ্বাস, এই আয়োজন সিডনিতে বাংলাদেশি সংস্কৃতির এক নতুন আলো জ্বালাবে। সংগীত পিপাসু প্রবাসী বাংলাদেশীদের কাছে সন্ধ্যাটি স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন তারা।
কনসার্টটি নিয়ে তাহসান নিজেও বেশ উচ্ছ্বসিত। গায়ক জানান, সিডনির দর্শকদের জন্য মন মাতানো পরিবেশনা উপহার দিতে তিনি প্রস্তুত।
আয়োজক কমিটি জানান, ইতিমধ্যেই তাহসান ও তার দলের প্রত্যেক সদস্যদের অস্ট্রেলিয়ার ভিসা মিলেছে। ফলে অনুষ্ঠানে তাদের যোগদান করার আর কোনো বাধা থাকলো না।
উল্লেখ্য যে, ‘আড়ং.কম প্রেজেন্টস তাহসান খান লাইভ ইন সিডনি’ অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে বাংলাদেশের বৃহত্তম ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের ই-কমার্স প্ল্যাটফর্ম আড়ং.কম।